নড়তে চড়তে এবার সব খবর যাবে পুলিশের কাছে! নজরে ৩৫ লক্ষ মানুষ, পুজোর আগে কী এমন আয়োজন বসিরহাটে

Last Updated:

দুর্গাপুজো ও অন্যান্য বড় উৎসবের সময় সীমান্ত সংলগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণে সমাজবিরোধী বা অসামাজিক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

+
বসিরহাট

বসিরহাট পুলিশ জেলা

বসিরহাট, জুলফিকার মোল্যা: ৫৫০ সিসিটিভির চোখে বসিরহাট সীমান্ত, মহাপুজোয় নিরাপত্তা সুনিশ্চিত। মহাপুজোকে ঘিরে সীমান্তে কড়া নজরদারি। উৎসবের মরশুমে সীমান্তরক্ষায় আরও একধাপ এগোল বসিরহাট পুলিশ জেলা। ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবনের নিরাপত্তা বাড়াতে চালু হল আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। এর ফলে এবার জলপথ থেকে স্থলপথ—সবকিছুর উপর প্রশাসনের থাকবে সরাসরি নজর।
ইতিমধ্যেই বসিরহাট মহকুমার ১১টি সংবেদনশীল থানা এলাকায় বসানো হয়েছে প্রায় ৫৫০টি সিসিটিভি ক্যামেরা। এগুলির মূল মনিটরিং হবে বসিরহাট থানার দ্বিতীয় তলায় তৈরি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ থেকে।  ওই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি, বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়-সহ একাধিক পুলিশ আধিকারিক।
advertisement
advertisement
ডিআইজি জানান, দুর্গাপুজো ও অন্যান্য বড় উৎসবের সময় সীমান্ত সংলগ্ন এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণে সমাজবিরোধী বা অসামাজিক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কর্তৃপক্ষের দাবি, এই কন্ট্রোল রুম থেকে প্রায় ৩৫ লক্ষ মানুষের গতিবিধি নজরে রাখা সম্ভব হবে। কে কোথায় যাচ্ছে, কীভাবে চলাফেরা করছে, নৌপথে বা সড়কে—সবকিছুর উপর নিরবচ্ছিন্ন নজরদারি চালানো যাবে। এতে দুষ্কৃতীদের কার্যকলাপ অনেকটাই লাগাম টানা সম্ভব হবে। এর আগে পুলিশি নজরদারি থাকলেও এই আধুনিক উদ্যোগে নিরাপত্তা আরও দৃঢ় হবে বলে মনে করছে জেলা প্রশাসন। ফলে উৎসবের দিনগুলোয় সীমান্ত এলাকার সাধারণ মানুষও অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নড়তে চড়তে এবার সব খবর যাবে পুলিশের কাছে! নজরে ৩৫ লক্ষ মানুষ, পুজোর আগে কী এমন আয়োজন বসিরহাটে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement