Cyclone Remal Death Toll: রিমল ঘূর্ণিঝড়ে আরও এক মৃত্যু! ঝড় থামার পর বাইরে বেরিয়েই সব শেষ, সাইক্লোনে বাড়ছে বলির সংখ্যা

Last Updated:

Cyclone Remal Death Toll: গতকাল রাতে, ঝড়বৃষ্টি থামার পর তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে কেন বিদ্যুৎ নেই, তা খোঁজ করার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন নন্দলাল ঘোড়ই।

রিমল ঘূর্ণিঝড়ে আরও এক মৃত্যু! ঝড় থামার পর বাইরে বেরিয়েই সব শেষ, সাইক্লোনে বাড়ছে বলির সংখ্যা
রিমল ঘূর্ণিঝড়ে আরও এক মৃত্যু! ঝড় থামার পর বাইরে বেরিয়েই সব শেষ, সাইক্লোনে বাড়ছে বলির সংখ্যা
হলদিয়া: সাইক্লোনে বিধ্বস্ত রাজ্যে ফের মৃত্যু। গতকাল, রবিবার রাতে দুর্যোগের পর মৃতের সংখ্যা বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় রিমলের দাপটে ছিঁড়ে পড়া তারে জড়িয়ে গিয়ে হলদিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই নিয়ে রিমলে বলির সংখ্যা ৬।
মৃতের নাম নন্দলাল ঘোড়ই। বয়স ৫২ বছর। হলদিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড দুর্গাচক টাউনের কুমারচক এলাকার বাসিন্দা। গতকাল রাতে, ঝড়বৃষ্টি থামার পর তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে কেন বিদ্যুৎ নেই, তা খোঁজ করার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন নন্দলাল ঘোড়ই। ওই সময় বাড়ির কাছেই পড়ে থাকা একটি কেবল লাইনের তারে আচমকা হাত দিয়ে ফেলেন বলে পরিবারের দাবি। ওই কেবল লাইনে বিদ্যুৎ পরিষেবা সচল ছিল।
advertisement
advertisement
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন নন্দলাল। প্রতিবেশীরা হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। নন্দলাল ঘোড়ই পেশায় রাজমিস্ত্রী ছিলেন। প্রিয়ংবদা বাজারে তাঁর ছোট একটি চায়ের দোকানও ছিল।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Remal Death Toll: রিমল ঘূর্ণিঝড়ে আরও এক মৃত্যু! ঝড় থামার পর বাইরে বেরিয়েই সব শেষ, সাইক্লোনে বাড়ছে বলির সংখ্যা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement