লালগড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে দলমার ৫০ দামাল !

Last Updated:
#লালগড়: ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে হাতির তাণ্ডবে আতঙ্কে মানুষজনেরা! ৩০টি হাতির একটি দল লালগড় লাগোয়া চাঁদড়ায় উপদ্রব চালাচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরেই! এবার লালগড়ে হানা দিল দলমার দাঁতালদের অন্য আরেকটি দল। দলে বড়–ছোট মিলিয়ে রয়েছে ২২টি হাতি। কাঁসাই নদী পেরিয়ে রামগড় ও বিনপুরের মালাবতি হয়ে তারা ঢুকে পড়ে লালগড়ের জঙ্গলে। দলে দুটি বাচ্চা হাতিও রয়েছে। আগেই ৩০টি হাতির তাণ্ডবলীলায় অতিষ্ট হয়ে পড়েছিল ঝাড়গ্রামবাসী! এবার যোগ হল আরও ২২টি হাতি! সবমিলিয়ে ঝাড়গ্রামে এখন রাজ চালাচ্ছে মোট ৫০টি দামাল হাতি! মাথায় হাত এলাকাবাসীদের!
অবাধে লুঠপাট চালাচ্ছে হাতির এই বিশাল দল! লক্ষণপুর, হাতিলোট এলাকায় শশাখেত, রোয়া ধান নষ্ট করছে, সিজুয়ায় ওষধি বাগানেরও দফারফা করেছে! মেদিনীপুর বনবিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, ‘‌চাঁদড়ার ৩০টি হাতিকে জঙ্গলে রাখা হয়েছিল। ফের ২২টি হাতি ঢুকে পড়ায় বিপত্তি বেড়েছে। সতর্ক করা হয়েছে বনরক্ষা কমিটিকে। হুলা পার্টিকেও তলব করা হয়েছে।’‌
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালগড়ে তাণ্ডবলীলা চালাচ্ছে দলমার ৫০ দামাল !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement