Bardhaman News: বর্ধমানে শুরু হচ্ছে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ

Last Updated:

Bardhaman News: বর্ধমানে ন্যাশনাল ভলিবল চাম্পিয়ানশিপকে ঘিরে উৎসাহ তুঙ্গে 

#বর্ধমান: বর্ধমানে (Bardhaman News)  বসছে জাতীয় ভলিবল প্রতিযোগিতার আসর। ২৫ ডিসেম্বর থেকে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হচ্ছে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় বিভাগের দলগুলিই অংশ নেবে। বর্ধমান(Bardhaman News) ডিস্ট্রিক্ট ভলিবল অ্যান্ড বাস্কেটবল অ্যাসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করছে। চার বছর আগে ২০১৭ সালে বর্ধমানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।
এই প্রতিযোগিতার আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা উত্তম সেনগুপ্ত বলেন,রাজ্য ভলিবল ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য আমাদের দায়িত্ব দেওয়ায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে পুরুষ ও মহিলা বিভাগে মোট ৫৪টি দল অংশ নেবে। পুরুষ বিভাগে থাকছে ২৮ টি দল। মহিলাদের ২৬ টি দল থাকছে। প্রাথমিক পর্যায়ের খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়াম ও অগ্রদূত সংঘের মাঠে(Bardhaman News)। তবে কোয়ার্টার ফাইনাল থেকে মূল পর্যায়ের খেলাগুলি হবে অরবিন্দ স্টেডিয়ামে। বাংলার পুরুষ ও মহিলা দল ইতিমধ্যেই বর্ধমানে চলে এসেছে। তারা অনুশীলনও শুরু করে দিয়েছে। বাকি দলগুলিও বৃহস্পতিবারের মধ্যে এসে যাবে। রীতি মেনে ২৪ ডিসেম্বর সব দলের কোচ ম্যানেজারদের নিয়ে বৈঠক হবে। ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হবে। টাউন হল থেকে শুরু হয়ে সেই শোভাযাত্রা জি টি রোড বাদামতলা হয়ে অরবিন্দ স্টেডিয়ামে পৌঁছবে।
advertisement
advertisement
প্রতিযোগিতা আয়োজক কমিটির পক্ষে বনবিহারী যশ বলেন, আমরা সফলভাবে এই ন্যাশনাল চাম্পিয়ানশিপ করতে পারবো বলে খুবই আশাবাদী। সেভাবেই আলো ও অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।
সকাল নটা থেকে রাত পর্যন্ত খেলা চলবে। চূড়ান্ত নির্ঘণ্ট ২৪ ডিসেম্বরের আলোচনায় চূড়ান্ত হবে। বর্ধমানের(Bardhaman News) তিনটি স্কুলে প্রতিযোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে।করোনা আবহে খেলাধুলা একরকম বন্ধ ছিল। দীর্ঘদিন পর বর্ধমানে জাতীয় স্তরের প্রতিযোগিতার আসর বসতে চলেছে। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতাকে ঘিরে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ক্রীড়াবিদ ও সংগঠকদের মধ্যে।
advertisement
শরদিন্দু ঘোষ 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমানে শুরু হচ্ছে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement