South 24 Parganas News: ৪২ টি পানীয় জলের কল খারাপ এলাকায় ! চরম জলসংকট সুন্দরবনে

Last Updated:

পানীয় জলের সংকটে ভুগছে কুলতলির দেউলবাড়ির নদী লাগোয়া নাইয়া পাড়ার কয়েকশো মৎস্যজীবী পরিবার। গোটা পঞ্চায়েত এলাকার প্রায় ৪২ টি পানীয় জলের কল খারাপ।

+
সুন্দরবনের

সুন্দরবনের পানীয় জলের সংকট

দক্ষিণ ২৪ পরগনার: এই তীব্র গরমে গত ৩-৪ মাস ধরে পানীয় জলের সংকটে সুন্দরবনের কুলতলি বিধানসভার দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের তিন নং নাইয়া পাড়ার কয়েকশো গ্রামের মানুষ।এই এলাকার তিনটি পানীয় জলের কল সহ গোটা পঞ্চায়েত এলাকার প্রায় ৪২ টি পানীয় জলের কল খারাপ। চরম জলের সংকটে সুন্দরবনের এই এলাকার মানুষ।সুন্দরবনে পানীয় জলের সংকট সর্বত্র। আর ভোটের মুখে ভোট চাইতে বেরিয়ে একাধিক জায়গায় শাসকদলের কর্মী সমর্থক থেকে শুরু করে তৃনমূল কংগ্রেসের প্রার্থীকেও ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে দেখা যাচ্ছে।
দেউলবাড়ির তিন নং নাইয়া পাড়ার ২০১ নং বুথে মূলত বহু মৎস্যজীবিদের বাস। সুন্দরবনের জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের এখন ভরসা ২ কিমি দূর থেকে পানীয় জল সংগ্রহ করা।স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ না হওয়ার অভিযোগ উঠে এলগ্রামবাসীদের কাছ থেকে। স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এখানে প্রতিবছর পানীয় জলের সংকট হয়। কল খারাপ হয়ে গেলে আর মেরামত করা হয় না। স্থানীয় সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়না। আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মৎস্যজীবি বলে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কারুর নজর নেই। আমরা চাই এই এলাকায় দ্রত কল গুলোর সংস্কার ও নতুন পানীয়জলের কল বসানোর ব্যবস্থা করা হোক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও ওই এলাকার পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে ওই পঞ্চায়েত এলাকায় মোট ৪২ টি পানীয় জলের কল বর্তমানে খারাপ।মেরামতের কাজ চলছে।দ্রুত ওই এলাকার কলগুলো সংস্কার করে দেওয়া হবে। আর সেই আশায় এই গরমে জলের তেষ্টায় আশাবাদী এই গ্রামের মানুষেরা।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৪২ টি পানীয় জলের কল খারাপ এলাকায় ! চরম জলসংকট সুন্দরবনে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement