Newtown Dogs: ৪ জনের মৃত্যু, মরণ-বাঁচন লড়াইয়ে আরও ৭ জন, কী হয়েছে এই সারমেয়দের? তদন্তে পুলিশ

Last Updated:

রবিবার মৃত এই চারজনকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন সেলেব্রিটিরা। দেবলীনা দত্ত, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্রের মতো অভিনেতা অভিনেত্রী নিউটাউনে এসে তাদের( মৃত ৪টি  কুকুর) শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। 

'নিউটাউনে বিষক্রিয়াতে মৃত চার কুকুরছানা' চলছে তদন্ত
'নিউটাউনে বিষক্রিয়াতে মৃত চার কুকুরছানা' চলছে তদন্ত
নিউটাউন: ‘নন্টে’, ‘বাবলি’, ‘ছুটকি’, ‘সাহেব’। এই চারটি নাম লেখা রয়েছে সাদা কাগজে, সামনে সাদা চাদর পাতা, ধুপকাঠি ও রজনীগন্ধা স্টিক। নিশব্দে চোখ বন্ধ করেছে চারজনই। ১৯ জুন থেকে লড়াই শুরু ২০ জুন চারজনেরই মৃত্যু হয়৷ মৃত্যুর সঙ্গে লড়াই করছে আরও ৭ জন। এরা প্রত্যেকেই সারমেয়।
‘১৯ জুন নিউটাউনে ১৩ টি পথ কুকুরকে বিষ খাইয়ে মেরে দেওয়ার চেষ্টা করে কেউ বা কারা’ এই অভিযোগ নিয়েই টেকনোসিটি থানায় এফ আই আর জমা পড়ে ২১ জুন। তদন্ত শুরু হয়। এফ আই আর-এ নাম রয়েছে ওই কমপ্লেক্সের প্রেসিডেন্ট মধুসূদন নামে একজনের৷
কমপ্লেক্সের বাইরে ও ভেতরে পথ কুকুরের চলাচল। কমপ্লেক্সের বেশ কয়েকজন নিয়মিত তাদের খাবার খেতে দেন, দেখভাল করেন, ভালবাসেন। আর একটা অংশ পথ কুকুরদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ করেন। কিন্তু ১৯ জুন ১৩ জন পথ কুকরের এমন অবস্থা হবে তা কল্পনাও করতে পারেননি কেউই।
advertisement
advertisement
২৩ জুন একজন মৃত কুকুরের ময়নাতদন্ত হয়েছে। ১৫ দিন সময় লাগবে সেই ময়নাতদন্তের  প্রাথমিক রিপোর্ট হাতে আসতে। মৃতের শরীরে বিষক্রিয়া আদৌও আছে কী না তা জানতে আরও প্রায় চার মাস সময় লাগবে৷ তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। কমপ্লেক্সের সি সি টিভি ফুটেজ চেক করে কিছুই উঠে আসেনি বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
রবিবার মৃত এই চারজনকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন সেলেব্রিটিরা। দেবলীনা দত্ত, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্রের মতো অভিনেতা অভিনেত্রী নিউটাউনে এসে তাদের( মৃত ৪টি  কুকুর) শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন।
পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর ‘পারিয়া’ ছবিতে  পথ কুকুরের প্রতি অবহেলা, ক্রাইম সংক্রান্ত বিষয় তুলে ধরেছিলেন। সেই ছবিটি বেশ প্রশংসিত হয়। আজ তাঁকেও এই কঠিন সময়ে নিউটাউনে দেখা গেল। পথ কুকুরদের নিয়ে কাজ করা একটি NGO কেও দেখা গেল।  কে বা কারা এই কাজ করেছে তার তদন্ত চলছে বলেই পুলিশ সূত্রে খবর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newtown Dogs: ৪ জনের মৃত্যু, মরণ-বাঁচন লড়াইয়ে আরও ৭ জন, কী হয়েছে এই সারমেয়দের? তদন্তে পুলিশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement