Murshidabad: টহলদারির সময়ই পুলিশের চোখে পড়ে একটি ব‍্যাগ! ব‍্যাগের মধ‍্যে থরে থরে মোবাইল ফোন, কেন? কী চলছে ভারত-বাংলাদেশ সীমান্তে?

Last Updated:

Murshidabad: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার।

টহলদারির সময়ই পুলিশের চোখে পড়ে একটি ব‍্যাগ! ব‍্যাগের মধ‍্যে থরে থরে মোবাইল ফোন, কেন? কী চলছে ভারত-বাংলাদেশ সীমান্তে?
টহলদারির সময়ই পুলিশের চোখে পড়ে একটি ব‍্যাগ! ব‍্যাগের মধ‍্যে থরে থরে মোবাইল ফোন, কেন? কী চলছে ভারত-বাংলাদেশ সীমান্তে?
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার। বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার করল সুতি থানার পুলিশ। সূত্রের খবর, সুতি থানার বাজিতপুর এলাকা থেকে ৩০০ টি মোবাইল ফোন উদ্ধার করে।
জানা যায় পুলিশ সীমান্ত এলাকায় টহল দারি চালানোর সময় বেশ কয়েকটি ব্যাগ দেখতে পায়। ব‍্যাগগুলি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর এই ব‍্যাগগুলিতে তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমানে মোবাইল ফোন। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে ইতিমধ‍্যেই তল্লাশি শুরু হয়েছে। কেন এই বিপুল পরিমানে মোবাইল ফোন সীমান্ত এলাকায় এনে মজুদ করা হয়েছিল? কী উদ্দেশ‍্যে করা হয় এই কাজ? পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই এই ফোন গুলো মজুত করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন ফরাক্কার SDPO সামসুদ্দিন সেখ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: টহলদারির সময়ই পুলিশের চোখে পড়ে একটি ব‍্যাগ! ব‍্যাগের মধ‍্যে থরে থরে মোবাইল ফোন, কেন? কী চলছে ভারত-বাংলাদেশ সীমান্তে?
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement