Toto: আস্ত টোটো 'ভ্যানিশ'! তাও পর পর তিনটি! কালীপুজোর আগে বড় ঘটনা, তদন্তে নেমে পুলিশ যা জানল, শুনলে চমকে যাবেন

Last Updated:

Toto News- টোটো চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল ছাতনা পুলিশ। বৃহস্পতিবার সকালে (১৬.১০.২০২৫) ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত তিনটি গ্রাম থেকে মোট ৩টি টোটো চুরির অভিযোগ জমা পড়ে।

পুলিশ 
পুলিশ 
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পরের দিন ভাড়া নিয়ে বেরোবে বলে টোটো রেখে ঘুমিয়ে ছিল টোটো চালক। ঘুম ভাঙতেই চক্ষু চড়ক গাছ। একমাত্র সম্বল এই টোটো, সেটাও নেই। সকাল সকাল ভ্যানিশ হয়ে গেল টোটো। পরপর তিনটি, তাজ্জব ঘটনা ঘটে বাঁকুড়ায়। কালী পুজোর আগে টোটোচালকরা এখন খুবই ব্যস্ত। টোটোতে করে ঘুরতে পছন্দ করে সাধারণ মানুষ! সেই কারণেই কি চুরি? তদন্তে নামে ছাতনা পুলিশ।
টোটো চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল ছাতনা পুলিশ। বৃহস্পতিবার সকালে (১৬.১০.২০২৫) ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির ঝুঞ্জকা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত তিনটি গ্রাম থেকে মোট ৩টি টোটো চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে ছাতনা থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।
অভিযোগের ১২ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে আসা দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ এবং মোট ৩টি চুরি যাওয়া টোটোসহ ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়।
advertisement
advertisement
অভিযুক্ত মনিরুল শেখ ও শেখ শফিউল টোটো চুরি কাণ্ডে ধৃত এই দুজনকে শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে পাঠাল ছাতনা থানা পুলিশ। এই টোটো চুরি কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ছাতনা থানা পুলিশ। ছাতনা পুলিশের এই সাফল্য জেলা একটি আলোড়ন তৈরি করেছে।
আরও পড়ুন- পাল্টে যাবে রাজ্যের ‘এই’ মেডিক্যাল কলেজ হাসপাতালের চেহারা! একগুচ্ছ উদ্যোগ পৌরসভার
তার কারণ সামাজিক মাধ্যমে এই টোটো চুরির ঘটনা বেশ ভাইরাল হয়েছিল। উৎসবের মরশুমে এমন ঘটনা আগে খুব একটা চোখে পড়েনি বাঁকুড়ায়। এবার পড়লেও পুলিশের তৎপরতায় চুরি যাওয়া টোটো খুঁজে পাওয়া গেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: আস্ত টোটো 'ভ্যানিশ'! তাও পর পর তিনটি! কালীপুজোর আগে বড় ঘটনা, তদন্তে নেমে পুলিশ যা জানল, শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement