corona virus btn
corona virus btn
Loading

কাশী ডাকাতের হাত ধরে শুরু কালী পুজো আজও সমান জনপ্রিয়

কাশী ডাকাতের হাত ধরে শুরু কালী পুজো আজও সমান জনপ্রিয়
Kali Puja

কাশী ডাকাতের হাত ধরে শুরু করা পুজো আজও সমান জনপ্রিয় হেতমপুরের বাউড়িপাড়ায়।

  • Share this:

#বীরভূম: প্রায় আড়াইশো বছরের পুরনো বীরভূমের হেতমপুরের বাউড়িপাড়ার কাশীকালীর পুজো। কাশী ডাকাতের হাত ধরে পুজোর সূচনা হয়েছিল। পুরনো সেই ঐতিহ্য আজও বজায় রয়েছে।

কথিত আছে, কালী মায়ের পুজো সেরে ডাকাতিতে বেরোত কালী ডাকাত। সেখান থেকেই পুজোর নাম কাশীকালীর পুজো। শুধু বীরভূম নয়, কাশীর ভয়ে কাঁপত সুদূর বিহারও। তবে লুঠ করা সামগ্রী গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিত কাশী। একবার ডাকাতি করে পুলিশের হাতে ধরাও পড়েছিল। কিন্তু জেল ভেঙে পালাতে খুব সময় লাগেনি কাশীর। তৎকালীন হেতমপুরের রাজার সঙ্গেও সখ্যতা ছিল তার।

কাশী ডাকাতের হাত ধরে শুরু করা পুজো আজও সমান জনপ্রিয় হেতমপুরের বাউড়িপাড়ায়। কাশী ডাকাতের প্রতাপ ছিল প্রায় আড়াইশো বছর আগে। কিন্তু তার প্রভাব রয়ে গিয়েছে এখনও।

First published: October 14, 2017, 6:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर