Madan Mitra: পকেটে কী? বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে 'দাদার' চিরচেনা জবাব, 'আই অ্যাম মদন মিত্র'!

Last Updated:

অভিযোগ, ইভিএমে গন্ডগোল হওয়ায় ভোট শান্তিতে শুরু করতে পারা যাচ্ছিল না। প্রায় দু'ঘণ্টা ধরে ইভিএম খারাপ থাকার ফলে অনেকেই ভোট দিতে পারছেন না বলে জানতে পারেন মদন মিত্র।

#আড়িয়াদহ: শনিবার বাংলার বিধানসভা (West Bengal Election 2021) ভোটের পঞ্চম দফার (5th Phase) ভোট। সকাল সকাল শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণও। এই পরিস্থিতিতে কামারহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে (Madan Mitra) অত্যন্ত বিরক্তিতে দেখা গেল। কিন্তু কেন? কারণ সকাল সকাল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছেন তিনি।
ঠিক কী কারণে এই অশান্তি?
উত্তর ২৪ পরগনার কামারহাটি বিধানসভার আড়িয়াদহ হাইস্কুলে সকাল থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগ, ইভিএমে গন্ডগোল হওয়ায় ভোট শান্তিতে শুরু করতে পারা যাচ্ছিল না। প্রায় দু'ঘণ্টা ধরে ইভিএম খারাপ থাকার ফলে অনেকেই ভোট দিতে পারছেন না বলে জানতে পারেন মদন মিত্র। খবর পেয়ে নিজেই গাড়ি চালিয়ে ১৬৫ ও ১৬৬ নম্বর বুথে যান কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। অভিযোগ, সেখানে ঢোকার কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয়। একজন অফিসার মদন মিত্রের গায়ে হাত দিয়ে তল্লাশি শুরু করেন। আরেকজন পকেটে কী রয়েছে প্রশ্ন করে জামার পকেটে হাত দেন।
advertisement
advertisement
advertisement
তখনই পকেট থেকে দুর্গা, কালী ঠাকুরের ছবি বের করে দেখান মদন মিত্র। এবং চিরচেনা ভঙ্গিতে জবাব দেন, 'এভাবে গায়ে হাত দিতে পারেন না আপনারা। আমি এখানকার প্রার্থী, আমি মদন মিত্র।' এই গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা তৈরি হয়। পরে যদিও ইভিএম বদলে অন্য ইভিএম আনা হয় ওই বুথে। মদন মিত্রের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বাধার জন্য বুথে ঢুকতে পারেননি তিনি।
advertisement
ঘটনার জেরে উত্তেদিত তৃণমূল নেতা প্রিসাইডিং অফিসার এবং নির্বাচনে কমিশনে মেল করে অভিযোগ জানাবেন বলে দাবি করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra: পকেটে কী? বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে 'দাদার' চিরচেনা জবাব, 'আই অ্যাম মদন মিত্র'!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement