Bakkhali: বকখালিতে ভয়ঙ্কর ঘটনা, ১৩ জনকে নিয়ে ডুবে গেল ট্রলার!

Last Updated:

Bakkhali: বকখালি থেকে ওই ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি।

#বকখালি: দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে ফের দুর্ঘটনা। এবার রক্তেশ্বরী চরের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওই ট্রলারে ১৩ জন মৎস্যজীবী ছিলেন। ট্রলারটি যাতে পুরোপুরি ডুবে না যায়, সে জন্য সেখানে হাজির হয়েছিল অন্য ট্রলার। চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই তিন জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
জানা গিয়েছে, ওই ট্রলারটি গত পরশু দিন গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। এরপর আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফিরে আসছিল ট্রলারটি। এসময়ই দুর্ঘটনা ঘটে। মৎস্যজীবীরা জানাচ্ছেন, ১৩ জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিলেন। ট্রলারটি ঘোরাতে গিয়েই জলের তোড়ে সেটি উলটে যায়। আশেপাশের ট্রলারের মৎস্যজীবীদের নজরে আসতেই তাঁরা এসে ট্রলারটি উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ট্রলারটি পুরোপুরি জলের তলায় ডুবে যায়। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। বাকিদের এখনও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না তা জানা যায়নি।
advertisement
প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সম্প্রতি এমন কিছু ছিল না। ফলে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয় ট্রলারটি। কদিন আগেই হলদি নদীতে ট্রলার ডুবির জেরে চারজন মৎস্যজীবীর মৃত্যু হয়। নন্দীগ্রামের কেন্দামারির গঙ্গাঘাটের কাছে নোঙর করার সময় আচমকা পাড়ে থাকা পলিতে ধাক্কা লেগে উল্টে যায় ওই ট্রলারটি। মৃত্যু হয় প্রদীপ মান্না সহ আরও তিনজন মৎস্যজীবীর।
advertisement
advertisement
এভাবে একের পর এক ট্রলার ডুবির ঘটনায় চিন্তিত বিশেষজ্ঞ মহল। কেন এমন ঘটনা বারবার ঘটছে, তা খতিয়ে দেখা উচিৎ বলেই মত তাঁদের। ইতিমধ্যেই বকখালিতে জোরকদমে চলছে তল্লাশি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bakkhali: বকখালিতে ভয়ঙ্কর ঘটনা, ১৩ জনকে নিয়ে ডুবে গেল ট্রলার!
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement