West Bengal Election 2021 Phase 6 Violence: ভোটের আগে বুথ সাজাচ্ছিলেন, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

Last Updated:

ভোটের (West Bengal Election 2021 Phase 6) আগের রাতে তৃণমূল কর্মীকে (TMC Supporter) মারধরের অভিযোগে উত্তপ্ত বনগাঁ (Bongaon Election)। অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে।

তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । সংগৃহীত ছবি।
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । সংগৃহীত ছবি।
#বনগাঁ: ভোটের (West Bengal Election 2021 Phase 6) আগের রাতে তৃণমূল কর্মীকে (TMC Supporter) মারধরের অভিযোগে উত্তপ্ত বনগাঁ (Bongaon Election)। অভিযোগের তির কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। তৃণমূলের বুথ (Booth) সাজানোর সময় লাঠিচার্জের (Lathi charge) অভিযোগ। মারধরের (Bwengal Poll 2021 Violence) ঘটনায় আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী। ঘটনার পরে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, ভোটের (Election Day) আগের রাতে এলাকায় তৃণমূলের পতাকা লাগিয়ে বুথ সাজাচ্ছিলেন কর্মীরা। সেই সময়ে তাঁদের ওপরে আচমকাই চড়াও হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুধবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর বুথ এলাকায়।
advertisement
স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মারধরে তাপস দাস নামে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন। হাতে গুরুতর আঘাত নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি রাজু দে বলেন, "প্রত্যেক বছর আমরা ভোটের আগের দিন রাতে দলের কর্মীরা বুথ সাজাই। এ বারও সাজাচ্ছিলাম। হঠাৎই বিএসএফ জওয়ানরা এসে বীভৎস লাঠিচার্জ করে৷ ভয়ে সবাই পালিয়ে গেলে জওয়ানেরা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে লাঠিচার্জ করে৷ লাঠির আঘাতে আমাদের কর্মী রাজু দাসের হাতে লাগে। হাত ভেঙে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021 Phase 6 Violence: ভোটের আগে বুথ সাজাচ্ছিলেন, তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement