হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'বিধানসভায় যাওয়ার কোনও অধিকার নেই', বারাসতে মোদির নিশানায় জ্য়োতিপ্রিয়

PM Modi in Bengal: 'বিধানসভায় যাওয়ার কোনও অধিকার নেই', বারাসতে মোদির নিশানায় জ্য়োতিপ্রিয়

মোদির নিশানায় জ্যোতিপ্রিয়৷

মোদির নিশানায় জ্যোতিপ্রিয়৷

আমফানের তাণ্ডবে রাজ্যের যে জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগণা৷

  • Last Updated :
  • Share this:

#বারাসত: এতদিন আমফানে ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগে তৃণমূলকে আক্রমণ করছিলেন বিজেপি নেতারা৷ এবার রাজ্যে ক্ষমতায় এলে কোনওরকম ভেদাভেদ না করেই রাজ্যে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাছাড়াও সব গৃহহীনকে বাড়ি তৈরি করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ পাশাপাশি বারাসতের সভা থেকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিককেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী৷ তাঁর অভিযোগ, যাঁরা গরিবের পেটের চাল ছিনিয়ে নেন, তাঁদের বিধানসভায় যাওয়ার কোনও অধিকার নেই৷

আমফানের তাণ্ডবে রাজ্যের যে জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগণা৷ সেই কারণে এ দিন বারাসতের সভায় প্রধানমন্ত্রীর বড় অংশ জুড়ে ছিল আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ৷ এই সূত্রেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন মোদি৷ কারণ জ্যোতিপ্রিয় মল্লিক এই জেলারই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন৷ কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'বারাসত, উত্তর চব্বিশ পরগণা তো 'চাল চোর হিরোর' সঙ্গে পরিচিত৷ '

প্রধানমন্ত্রী এ দিনের সভা থেকেই বার বার অভিযোগ করেছেন যে আমফানের পর কেন্দ্রীয় সরকার ত্রাণ হিসেবে চাল, ছোলা পাঠালেও তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছয়নি৷ জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, আমফানের ত্রাণের জন্য চাল, পয়সা পাঠালাম, দিদির লোকেরা সব লুটে নিল৷ গরিবকে চাল পৌঁছে দেওয়ার দায়িত্ব যাঁর উপরে ছিল, সেই খাদ্যমন্ত্রী এই এলাকার৷ গরিবকে যাঁরা লুঠ করেছে এরকম মানুষের শুধু পরাজয় নয়, জামানত বাজেয়াপ্ত হওয়া উচিত৷ যাঁরা আপনাদের পেটের চাল ছিনিয়ে নিয়েছে তাঁদের এক মুহূর্তের জন্য বিধানসভায় যাওয়া উচিত নয়৷

আমফানের ত্রাণ বণ্টনে দুর্নীতির অভিযোগ, এবারের নির্বাচনে শাসক দলের কাছে বড় অস্বস্তি৷ আর সেই ইস্যুতেই প্রায় প্রতিটি সভাতেই শাসক দলকে আক্রমণ করছেন মোদি- শাহরা৷ বারাসতের সভা থেকে একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমার কথা লিখে রাখলে রাখুন৷ বাংলায় বিজেপি-র সরকার এলে ভেদাভেদ ছাড়াই সবাইকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় সব গৃহহীনরা যাতে বাড়ি পায় তা নিশ্চিত করা হবে৷ শুধু বাড়ি নয়, তার সঙ্গে গ্যাসের কানেকশন, জল, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা হবে৷'

আমফানে দুর্নীতির অভিযোগে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, 'আমফান গরিবের বাড়ি, স্বপ্ন ছিনিয়ে নিয়েছিল৷ যতটা যন্ত্রণা ঝড় দিয়েছে গরিব মানুষকে তার থেকে বেশি ধাক্কা দিয়েছে দিদির বিশ্বাসঘাতকতা৷ দিদি আমি খুব দুঃখের সঙ্গেই বলছি, আপনি এই গরিবের কাছে অপরাধী৷ আপনি শুধু এই গরিবের ঘর লুঠ করেননি, এই কঠিন সময়ে যে মনরেগা প্রকল্প এই গরিব মানুষের সহায় হতে পারত, তার সুবিধাটুকুও দিদির তোলাবাজরা নিজেদের ঘরে তুলেছে৷ আমফানের বিপর্যয় কোনও জাতি, ধর্ম দেখে আছড়ে পড়েনি৷ কিন্তু আপনার কুশাসন সব জাতি, ধর্মের মানুষকে নিরাশ করেছে৷ এরাই আপনাকে ক্ষমতা থেকে উপড়ে ফেলবে৷ গোটা বাংলার কোণা কোণা থেকে একটাই কথা শুনতে পাচ্ছি, ২ মে দিদি যাচ্ছে৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Narendra Modi, TMC, West Bengal Assembly Election 2021