Home /News /south-bengal /

Namkhana Death : নামখানায় নিজের বাড়ির দেওয়াল ধসে নিহত মধ্যবয়সি মহিলা

Namkhana Death : নামখানায় নিজের বাড়ির দেওয়াল ধসে নিহত মধ্যবয়সি মহিলা

মর্মান্তিক দুর্ঘটনায় কবিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া, ছবি-ফেসবুক

মর্মান্তিক দুর্ঘটনায় কবিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া, ছবি-ফেসবুক

মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মধ্যবয়সি মহিলার ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকার দ্বারিকনগরে।

 • Share this:

  নামখানা : মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মধ্যবয়সি মহিলার ৷  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা এলাকার দ্বারিকনগরে। মৃতার নাম কবিতা মণ্ডল৷ বয়স ৫৫ বছর৷

  ইয়াস তাণ্ডবে নামখানা তারিখ নগরে দাসপাড়া-সহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছিল একাধিক মাটির বাড়ি। কবিতার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জলোচ্ছ্বাসের সময় উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিলেন তিনি। জল নেমে যাওয়ার পর তিনি নিজের বাড়িতে ফিরেছিলেন৷

  ক্ষতিগ্রস্ত বাড়িকে মেরামত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন কবিতার পরিবারের লোকজন । জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ভাঙা ঘরের পাশে বসে কবিতা মণ্ডল খাচ্ছিলেন, সে সময় আচমকাই হুড়মুড় করে দেওয়ালের একাংশ তাঁর গায়ের ওপর ধসে পড়ে।

  সেই সময় তাঁর ছেলে কাছেই পুকুরের পাশে কাজ করছিলেন ৷ তিনি বিকট শব্দ শুনে ছুটে আসেন ঘটনাস্থলে ৷ কিন্তু তত ক্ষণে মাটিচাপা পড়ে যান কবিতা।

  মাটি সরিয়ে তাঁকে বার করার পরে দ্বারিকনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তবে অভিযোগ, এর পর পুলিশকে খবর না দিয়েই দেহ সৎকার করে দেওয়া হয় ৷

  এই মর্মান্তিক দুর্ঘটনায় কবিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া৷

  প্রতিবেদন- অর্পণ মণ্ডল

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Namkhana, Namkhana accident, Yaas

  পরবর্তী খবর