West Bengal Election 2021: মমতার 'দুয়ারে রেশনকে' কটাক্ষ মিঠুনের! চাল পৌঁছে দেবে কারা, প্রশ্ন 'মহাগুরুর'

Last Updated:

নোয়াপাড়ার সভার আগে ভাটপাড়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন মিঠুন৷

#নোয়াপাড়া: রাজ্যে ক্ষমতায় এলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দুয়ারে রেশন' (Duare Ration)৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের প্রকল্পকেই কটাক্ষ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)৷ এ দিন নোয়াপাড়ার সভা থেকে মিঠুনের কটাক্ষ, বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার নামে আসলে নতুন দুর্নীতির পথ খুলতে চাইছে রাজ্যের শাসক দল৷
ভোট প্রচারে প্রায় প্রতিটি সভাতেই দুয়ারে রেশন প্রকল্পের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা এ দিন নোয়াপাড়ার সভা থেকে মিঠুন বলেন, 'বলছে বাড়ি বাড়ি রেশন পাঠিয়ে দেবে৷ আমাদের দশ কোটি লোক ৬ কোটি লোক রেশন নেয়৷ ২ কোটি মানুষ বাইরে কাজ করেন৷ ২ কোটি লোক রেশন নেন না৷ যাঁরা রেশন নেন না, তাঁরা কি কাঁধে করে আপনার বাড়িতে গিয়ে রেশন দিয়ে আসবে? ৬ কোটি লোককে রেশন পৌঁছে দেওয়ার মতো লোক কি আমাদের এখানে আছে? তার মানে সেই পার্টির লোককে কাজে লাগানো হবে রেশন পৌঁছে দেওয়ার জন্য৷ তার পর রেশন পৌঁছে দেওয়ার নামে এক কেজি চাল থেকে একশো গ্রাম করে চুরি হবে৷ ৬ কোটি লোকের থেকে প্রতি মাসে ১০০ গ্রাম করে চাল চুরি করতে পারলেই মাসে ১ কোটি টাকা চলে আসবে৷ সেই জন্যই এই ব্যবসাটা চালু করার কথা বলছে৷ আপনারা ভিক্ষা নেবেন কেন? রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে নিজের রেশন বুঝে নেবেন৷'
advertisement
নোয়াপাড়ার সভার আগে ভাটপাড়াতেও দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন মিঠুন৷ দুই জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ করেন বিজেপি নেতা৷ তৃণমূলের উদ্দেশে 'মহাগুরু' বলেন, 'সন্ত্রাসে পা দেবেন না৷ যদি মনে করেন সন্ত্রাস করে অন্য রাজ্যে গিয়ে দু' তিন মাস থাকব, তার পর ফিরে আসব৷ তাহলে জানবেন চাঁদে লুকিয়ে থাকলেও চাঁদ থেকে গিয়ে টেনে আনব, আমার নাম মিঠুন চক্রবর্তী৷ বার বার বলছি, গায়ে পড়ে ঝগড়া করবেন না৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Election 2021: মমতার 'দুয়ারে রেশনকে' কটাক্ষ মিঠুনের! চাল পৌঁছে দেবে কারা, প্রশ্ন 'মহাগুরুর'
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement