ভাগ্য পরীক্ষার ২৪ ঘণ্টা আগে করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা

Last Updated:

এলাকায় ব্যাপক জনপ্রিয় প্রার্থী নিজে ময়দানের বাইরে চলে যাওয়ায় কিছুটা মনমরা তাঁর টিম, যদিও ভোটে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছেন তাঁরা।

খড়দহের প্রাক্তন বিধায়ক অমিত মিত্রর সঙ্গে কাজল সিনহা। ফাইল চিত্র
খড়দহের প্রাক্তন বিধায়ক অমিত মিত্রর সঙ্গে কাজল সিনহা। ফাইল চিত্র
#খড়দহ:  তাঁর ভাগ্য পরীক্ষা আজ। জিতলে প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে অভিষিক্ত হবেন। কিন্তু তার আগে বুধবারই করোনায় আক্রান্ত হলেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বেলেঘাটার আইডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক জনপ্রিয় প্রার্থী নিজে ময়দানের বাইরে চলে যাওয়ায় কিছুটা মনমরা তাঁর টিম, যদিও ভোটে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছেন তাঁরা।
দিন কয়েক ধকেই অসুস্থ অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে চলে যান তিনি। পরীক্ষা করেন মঙ্গলবার। শারীরিক পরিস্থিতি সামান্য খারাপ হওয়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ভোটের সকালে খড়দহ থেকে বিচ্ছিন্ন অশান্তির খবর আসছে। অভিযোগ, কল্যাণনগর অঞ্চলে একটি বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না তৃণমূল। বাঁশ-রড দিয়ে মারধরের অভিযোগও ওঠে।
advertisement
advertisement
প্রসঙ্গত খড়দহে, এই আসনে ২০১১-২০১৬ সালে লড়ে এসেছেন অমিত মিত্র। দুবারই সহজ জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। এবার শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেকে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিলে যোগ্যতম প্রার্থী হিসেবে নাম বিবেচিত হয় কাজল সিনহার। এলাকায় তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। করোনাকালে তিনি খড়দহ অঞ্চলে সেফ হোম তৈরি করে যে ভাবে কাজ করেছেন তা প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এই ঘটনাই ভোটবাক্সে ডিভিডেন্ট দেবে তাঁকে। তুলনায় অনেকটাই নবীন সিপিআইএম সমর্থিত প্রার্থী প্রাক্তন এসএফআই রাজ্য সম্পাদক দেবোজ্যতি দাস। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী শীলভদ্র দত্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাগ্য পরীক্ষার ২৪ ঘণ্টা আগে করোনা আক্রান্ত খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement