Mamata Attacks Amit Shah: মাথাভাঙার দায় নিয়ে শাহের পদত্যাগ দাবি মমতার, কাল বাংলার পথে তৃণমূল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
সরাসরি অমিত শাহকে আক্রমণ করে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রকাশ্যে মমতা বলেন, 'এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনই তাঁর পদত্যাগ করা উচিৎ।'
#উত্তর ২৪ পরগনা: রীতিমতো অগ্নিশর্মা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার পরপরই প্রকাশ্য জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সরাসরি অমিত শাহকে করে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সভা থেকে প্রকাশ্যে মমতা বলেন, 'এই গোটা ঘটনার চক্রান্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনই তাঁর পদত্যাগ করা উচিৎ।' তবে, আজকের ঘটনা নিয়ে তিনি যে অনেক দূর এগোবেন, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী।
এদিনের সভা থেকেই মমতা বলেন, 'আমি আজকের সভা করেই উত্তরবঙ্গ যাচ্ছি। কাল সকালে ঘটনাস্থলে যাব।' একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিতে আগামীকাল রাজ্যের প্রতিটি ব্লকে কালো ব্যাজ পরে তৃণমূল কর্মীদের মিছিল করারও নির্দেশ দিয়েছেন নেত্রী।
শীতলকুচির জোড়পাটকির ১২৬ নং বুথে শনিবার সকালে, ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী এলোপাথাড়ি গুলি চালায় বলে অভিযোগ করে গ্রামবাসীরা। নির্বাচন কমিশনও কার্যত মেনেই নিয়েছে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,একটি বাচ্চাকে মারধরের ঘটনায় প্রতিবাদ করতেই কিছু মানুষ জমায়েত করেছিল। সেই সময় ওই জমায়েত লক্ষ্য করেই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। আর তাতেই চার জনের মৃত্যু হয়। যদিও বাহিনীর তরফে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকেই ভিন্নমত।
advertisement
advertisement
এরপরই প্রথমে হিঙ্গলগঞ্জ ও পরে বনগাঁর সভা থেকে সুর সপ্তমে তোলেন মমতা। গোটা ঘটনার দায় চাপান অমিত শাহের উপর। তোলেন পদত্যাগের দাবিও। তাঁর যুক্তি, এই ঘটনায় প্রমাণ হল স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছে। তিনি আরও বলেন, 'বিজেপি হেরে গেছে বলে গুলি করছে।' তবে, মমতা অমিত শাহকে কাঠগড়ায় তুললেও এদিনই শিলিগুড়িতে সূক্ষ্ম চাল চেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেও মমতার কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার প্রসঙ্গ তুলে 'খেলা' অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। বকলমে এটাই যেন বুঝিয়ে দিলেন, মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী 'আক্রান্ত' হওয়ার কারণেই আজকের এই অনভিপ্রেত ঘটনা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 10, 2021 3:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Attacks Amit Shah: মাথাভাঙার দায় নিয়ে শাহের পদত্যাগ দাবি মমতার, কাল বাংলার পথে তৃণমূল

