Mamata on Sitalkuchi Incident: শীতলকুচির ঘটনাস্থলে রহস্যময় 'বিজেপির মহিলা' কে? মমতার দাবিতে তুঙ্গে জল্পনা

Last Updated:

এক মহিলার প্রসঙ্গ এনে তিনি অভিযোগ করেন, 'প্ল্যান করে ওখানে একজন মহিলাকে পাঠিয়েছিল বিজেপি। তারপরই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চার জনকে। আর পুরো বিষয়টাই অমিত শাহের প্ল্যান।'

#রানাঘাট: শীতলকুচির গুলিকাণ্ড নিয়ে তিনি যে এখানেই থেমে থাকবেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার প্রথমে রানাঘাট ও পরে বসিরহাটের সভা থেকে ফের শীতলকুচি নিয়ে BJP-র বিরুদ্ধে সরব হন তিনি। বিস্ফোরক অভিযোগ করে বলেন, 'যে দলের সভাপতি বলছে, গুলি করে মারো, কেউ বলছে ৪ জন কেন, ৮ জনকে মারা উচিৎ ছিল। সেই দলকে এখনই ব্যান করা উচিৎ। আমি এখনও বিশ্বাস করি, গোটাটাই অমিত শাহের (Amit Shah) প্ল্যান। আর পুরো বিষয়টাই জানতেন প্রধানমন্ত্রী।' এরপরই হঠাৎই এক মহিলার প্রসঙ্গ এনে তিনি অভিযোগ করেন, 'প্ল্যান করে ওখানে একজন মহিলাকে পাঠিয়েছিল বিজেপি। তারপরই গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় চার জনকে। আর পুরো বিষয়টাই অমিত শাহের প্ল্যান।' এদিন একটি তালিকা তুলে ধরেও তৃণমূল নেত্রী দাবি করেন, 'কারা গুলি চালিয়েছে, সব নাম পেয়ে গিয়েছি। সব আছে আমার কাছে। ২ তারিখের পর সব ব্যবস্থা নেব। আমাকে থামানো যাবে না।'
শীতলকুচির ঘটনার পর মমতার বিরুদ্ধে মৃত্যু নিয়েও মেরুকরণের অভিযোগ করেছিলেন অমিত শাহ। রাজবংশী যুবকের মৃত্যুতে কেন মমতা শোকাহত নন, সেই প্রশ্নও তোলেন শাহ। যদিও মমতার মঞ্চে 'শহিদের' তালিকায় ওই যুবকের নাম থাকার বিষয়টি তুলে ধরে অমিত শাহকে মিথ্যাবাদী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল। মমতাও এ প্রসঙ্গে এদিন বলেন, 'আমাকে রাজবংশী নিয়ে কথা বলছে। জ্ঞান দিচ্ছে। নিজেদের দলের কর্মীদেরই নিজেরা মেরে ফেলে রাজনীতি করে। লজ্জা করে না! রাজবংশী মানুষজন আমার পরিবার। তাঁরা জানে আমি তাঁদের জন্য কী করেছি।'
advertisement
বিজেপি শুধু ধর্মের নামে রাজনীতি করে বলেও এদিন তুমুল আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, 'ওরা ধর্ম মানে না। দাঙ্গা মানে। হিন্দু-মুসলিম বিভেদ মানে। আমরা এমন ছদ্মবেশী ধর্ম করি না। আচ্ছা বলুন তো, যারা ধর্ম মানে তারা গুলি চালানোর কথা বলতে পারে?' তিনি গেরুয়া বসনধারী সাধু-সন্ন্যাসীদের সম্মান করেন জানিয়ে মমতা বিজেপিকে নিশানা করে বলেন, 'এরা কী করবে জানেন, প্রথমে গেরুয়া পরবে, তারপর কপালে তিলক কাটবে, তার পানবাহার চিবোতে চিবোতে হরি হরি করবে। ওরা গেরুয়া পরার যোগ্যই নয়।'
advertisement
advertisement
তাৎপর্যপূর্ণভাবে, এদিন পুলওয়ামার প্রসঙ্গ টেনে এনেছেন মমতা। মোদির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'পুলওয়ামার ঘটনা আমাদের মনে আছে। কাদের মারতে গিয়ে নিজেদের লোককে মেরে চলে এসেছিলেন, জানি না ভেবেছেন? বেশি মুখ খোলাবেন না। আমরা দেশকে ভালবাসি। তাই অনেক কিছু বলি না।' তবে, মমতা এদিন বাংলার মানুষের কাছে আবেদনের সুরে বলেছেন, 'বুলেটের বদলে বুলেট চাই না, ব্যালট চাই। একটা ভোট একটা বুলেটের জবাব।'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata on Sitalkuchi Incident: শীতলকুচির ঘটনাস্থলে রহস্যময় 'বিজেপির মহিলা' কে? মমতার দাবিতে তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement