#ক্যানিং: দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই করোনার তৃতীয় ঢেউকে আটকাতেই তৎপর পুলিশ প্রশাসন। মাজার কমিটির ও পুলিশ প্রশাসনের যৌথ সিদ্ধান্তে ঐতিহাসিক গাজী সাহেবের মেলা। জারি রয়েছে বিধি নিষেধ।
যেখানে ঘুটিয়ারি শরিফ মাজার লাগোয়া সমস্ত দোকান রাস্তাঘাট এবং গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি ও পুলিশ প্রশাসন। সকাল থেকেই জারি বিধি নিষেধ। আর ফাঁকা গাজী বাবার মাজহার। দেখা নেই কোন পুণ্যার্থীদের। তবে মাজার কমিটির সদস্যরা জানান শুধুমাত্র করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য বন্ধ রয়েছে মেলা। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান চলবে।প্রতি বছর এই ১৭ ই শ্রাবণ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্লকের ঘুটিয়ারি শরীফে এই মাজারে লক্ষ মানুষের ঢল নামে। গত বছর করোনার কারণে থেকেই বন্ধ এই গাজী সাহেবের মেলা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয় বিদেশ থেকে মানুষজন এই মেলায় হাজির হন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus