হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঐতিহাসিক সিদ্ধান্ত করোনাকালে বন্ধ ঘুটিয়ারি শরিফে গাজী সাহেবের মেলা

ঐতিহাসিক সিদ্ধান্ত করোনাকালে বন্ধ ঘুটিয়ারি শরিফে গাজী সাহেবের মেলা

Gaji saheber mela will not happen in Gutiyari Sharif - Photo- Collected

Gaji saheber mela will not happen in Gutiyari Sharif - Photo- Collected

দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ

  • Last Updated :
  • Share this:

#ক্যানিং: দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ। আর সেই করোনার তৃতীয় ঢেউকে আটকাতেই তৎপর পুলিশ প্রশাসন। মাজার কমিটির ও পুলিশ প্রশাসনের যৌথ সিদ্ধান্তে ঐতিহাসিক গাজী সাহেবের মেলা। জারি রয়েছে বিধি নিষেধ।

যেখানে ঘুটিয়ারি শরিফ মাজার লাগোয়া সমস্ত দোকান রাস্তাঘাট এবং গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাজার কমিটি ও পুলিশ প্রশাসন। সকাল থেকেই জারি বিধি নিষেধ। আর ফাঁকা গাজী বাবার মাজহার। দেখা নেই কোন পুণ্যার্থীদের। তবে মাজার কমিটির সদস্যরা জানান শুধুমাত্র করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য বন্ধ রয়েছে মেলা। সমস্ত ধর্মীয় অনুষ্ঠান চলবে।প্রতি বছর এই ১৭ ই শ্রাবণ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ব্লকের ঘুটিয়ারি শরীফে এই মাজারে লক্ষ মানুষের ঢল নামে। গত বছর করোনার কারণে থেকেই বন্ধ এই গাজী সাহেবের মেলা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে নয় বিদেশ থেকে মানুষজন এই মেলায় হাজির হন।

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus