Durga Puja 2021 | Travel: পুজোর দিনে ছোট্ট ভ্রমণ পছন্দ? কলকাতার সামান্য দূরে যেতে পারেন এখানে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা (Durga Puja 2021 Travel)। আর এই দুর্গাপুজোর ছুটিতে দু'দিনের ছোট্ট ভ্রমণ তো হতেই পারে।
#উত্তর ২৪ পরগনা : গত বছর থেকে করোনা মহামারীর (Coronavirus) কারণে স্তব্ধ হয়েছে গোটা দেশ তথা রাজ্য। লকডাউনের(Lockdown) পথ বেছে নিয়েছিল সরকার। আর তাতেই মানুষের বাড়ি থেকে বের হওয়া হয়েছিল দুষ্কর। যার ফলে বহু ভ্রমণ প্রেমী মানুষ দম বন্ধ অবস্থায় প্রায় দু'বছরের সময় ধরে বাড়িতেই বন্দী। তবে ধীরে ধীরে আনলক পর্ব শুরু হয়েছে। অনেকেই বেরিয়ে পড়েছেন পাহাড় অথবা সমুদ্রের উদ্দেশ্যে। হাতে মাত্র কয়েক দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা (Durga Puja 2021 Travel)। আর এই দুর্গাপুজোর ছুটিতে দু'দিনের ছোট্ট ভ্রমণ তো হতেই পারে। দেরী না করে বেরিয়ে আসুন উত্তর ২৪ পরগনার বসিরহাট-হাসনাবাদ এর মাঝে একটি ভ্রমণের স্থান টাকি (Durga Puja 2021 Travel)থেকে।
উত্তর ২৪ পরগনার সদর বারাসাত থেকে টাকি-র দূরত্ব মাত্র ৫৩ কিলোমিটার। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদের ট্রেনে চেপে মাত্র দু' ঘন্টার যাত্রাপথে অবস্থিত এই টাকি (Taki Township) শহর। এছাড়াও সড়কপথে বারাসাতের চাপাডালি মোড় থেকে হাসনাবাদ রুটের বাস ধরেও যাওয়া যাবে এই সুন্দর টাকি (Taki) শহরে। তবে সড়কপথের তুলনায় ট্রেনে চেপে টাকিতে ভ্রমণ করা অনেক আরামদায়ক এবং সময় সাপেক্ষ। ট্রেনে চেপে সরাসরি টাকি রোড স্টেশন। সেখান থেকেই টোটো বা অটোতে চেপে টাকি রাজবাড়ী ঘাট। মূলত ছোট শহর এবং তার আশেপাশে গ্রাম্য প্রকৃতির পাশ থেকে বয়ে যাওয়া ইছামতি নদীর (Icchamoti River) সুন্দর দৃশ্য যার একদিকে ভারত অপরদিকে বাংলাদেশ এই ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ।
advertisement
আরও পড়ুন: পুজোর ভিড় থেকে দূরে, নিরিবিলিতে একদিন কাটাবেন? ঘুরে আসুন শরৎচন্দ্রের বাসভবনে
এই টাকি (Taki) শহরের পর হাসনাবাদ পেরিয়ে শুরু হয় সুন্দরবন এলাকা। বহু পর্যটক এখান থেকেই যায় সুন্দরবন বেড়াতে। এজন্য একে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন (Gateway of Sundarban)। থাকার জন্য টাকি টাউনশিপ জুড়ে রয়েছে বিভিন্ন গেস্টহাউস এবং হোটেল। খরচও খুবই কম। এই টাকি ভ্রমণ দিনে দিনে করে ফেলতে পারেন অনেকে, তবে যারা গ্রাম্য প্রকৃতির বা গ্রামের পরিবেশ উপভোগ করতে চান তারা সেখানে দু'দিনের জন্য থাকতে পারেন। টাকি ভ্রমণের (Durga Puja Travel) সবথেকে প্রধান আকর্ষণ হল টাকি রাজবাড়ী ঘাট। এক সময় এখানেই ছিল টাকি রাজবাড়ী। তবে প্রকৃতির দুর্দশায় আজ তা ভগ্নপ্রায়। বটগাছের ঝুলি নেমেছে রাজবাড়ীর দেওয়াল জুড়ে। এই স্মৃতিকে মনে রেখে তৈরি হয়েছে রাজবাড়ী ঘাট। এই রাজবাড়ী ঘাটের ইছামতি নদীটি চওড়া এবং ভারত বাংলাদেশের সীমান্তে হওয়ায় এখানকার নৌকাগুলিতে থাকে ভারতের পতাকা। সে ক্ষেত্রে এই নদীতে ভারত-বাংলাদেশ (India-Bangladesh border) উভয় দেশই নিজের ইচ্ছে মত ব্যবহার করতে পারেন।
advertisement
advertisement
এরপর রয়েছে টাকি জোড়া মন্দির। টাকি (Taki) জমিদার বাড়ির গুপিনাথ রায় চৌধুরী একটি পুকুর কেটে তার পাড়ে দুটি শিব মন্দির স্থাপন করেছিলেন। এছাড়াও রয়েছে মিনি সুন্দরবন। টাকি পৌরসভার উদ্যোগে এই মিনি সুন্দরবন সুন্দরবনের একটি মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে। মাত্র পাঁচ থেকে দশ টাকার বিনিময়ে ভ্রমণ করা যাবে এই মিনি সুন্দরবনে। একটি সরু ব্রিজ চলে গেছে গোলপাতার জঙ্গলের মধ্যে দিয়ে। শেষে রয়েছে একটি বিশ্রাম স্থল। চারিদিক শান্ত এবং ম্যানগ্রোভ অরণ্যে ভরা। একটু নিচে নামলেই কাঁচা রাস্তা, যা চলে গেছে ইছামতি নদীর (Icchamoti River) পাড়ে। চারিদিকের নিস্তব্ধতা আপনার মধ্যে সৃষ্টি করবে এক অ্যাডভেঞ্চার। টাকি রাজবাড়ী ঘাট থেকে নৌকা ভাড়া করে ইছামতি নদী (Icchamoti River) ভ্রমণ করাও যেতে পারে। মাত্র দু'দিনের এই ভ্রমণ আপনার মনকে সতেজ করবে। তাহলে আর দেরি না করে পুজোর ছুটিতে (Durga Puja Travel) চলে আসুন উত্তর ২৪ পরগনার টাকি শহরে।
advertisement
আরও পড়ুন: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান? রইল অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ঠিকানা...
রাতুল ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021 | Travel: পুজোর দিনে ছোট্ট ভ্রমণ পছন্দ? কলকাতার সামান্য দূরে যেতে পারেন এখানে!