Durga Puja 2021 | Travel: পুজোর ছুটিতে বেড়াতে যেতে চান? রইল অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ঠিকানা...
- Published by:Raima Chakraborty
Last Updated:
এ বার পুজোয় হিমালয়ে গিয়ে নতুন কী কী করা যেতে পারে? (Durga Puja 2021 | Travel)
বেড়াতে যেতে ভালোবাসেন। অথচ লকডাউন আর করোনার জন্য গত দেড় বছরে সে ভাবে কোথাও যেতে সাহস পাচ্ছেন না। এ বার ভ্যাকসিনের দুটো ডোজ কমপ্লিট হতেই মনটা যেন কেমন পাহাড় পাহাড় করছে (Durga Puja 2021 | Travel)! আশা করি, পাহাড়প্রেমীরা এই কঠোর সত্যিটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন! আর সামনে পুজো (Durga Puja 2021 | Travel)। ফলে কথাই নেই! তাই আর কিছু না-ভেবে এ বার পুজোয় বেরিয়েই পড়ুন পাহাড়ে। সোজা চলে যান হিমালয়ে (Himalayas)! যে হেতু এত দিন ঘরে বসে অথবা কাছেপিঠে বেরিয়ে চরম বোর হয়েছেন, তাই এ বার পাহাড়ে গিয়ে একটু অন্য রকম ভাবে সময় কাটিয়ে দেখবেন না কি? আর পাহাড়ে অ্যাডভেঞ্চার (Adventure) কিন্তু দারুণ অপশন। চলুন দেখে নিই, এ বার পুজোয় হিমালয়ে গিয়ে নতুন কী কী করা যেতে পারে। (Durga Puja 2021 | Travel)
advertisement
বির-বিলিং প্যারাগ্লাইডিং: হিমাচল প্রদেশের বির থেকে পাহাড়ি রাস্তা বেয়ে চললে পৌঁছনো যাবে বিলিং-এ। বিলিং আসলে একটি পাহাড়ের চূড়া বা হিলটপ। আর এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২৯০ মিটার উঁচুতে অবস্থান করছে। ফলে প্যারাগ্লাইডিংয়ের জায়গা হিসেবে দারুণ, শুধু তা-ই নয়, দুনিয়া-জোড়া খ্যাতিও রয়েছে এই এলাকার। ফলে যাঁরা অ্যাডভেঞ্চারপ্রেমী, তাঁরা বিলিংয়ে গিয়ে প্যারাগ্লাইডিংয়ের আনন্দের স্বাদ নিতে পারেন।
advertisement
ধর্মশালায় ট্রেকিং: যাঁরা ট্রেকিং করতে পছন্দ করেন, ধর্মশালা তাঁদের জন্য একেবারে স্বর্গ। আসলে এই অঞ্চলে ট্রেকিং করার মতো বহু পাহাড়ি রাস্তা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- কারেরি লেক ট্রেক, ত্রিউন্ড ট্রেক, ইন্দ্রাহার পাস ট্রেক এবং কাংড়া ভ্যালি ট্রেক। যাবেন না কি এক বার ধর্মশালার ট্রেকিংয়ে? নিশ্চিত ভাবে বলতে পারি, হতাশ হবেন না। প্রকৃতির সৌন্দর্যে আপনার দু’চোখ ভরে যাবে।
advertisement
advertisement
স্পিতি-তে সাইকেলিং: স্পিতি উপত্যকা অনেকটা সমমালভূমির মতো। তাই এখানে বেশ কিছু বাইকিং এবং সাইকেলিং রুট রয়েছে। ফলে বুঝতেই পারছেন, প্রকৃতির শোভা আরও বেশি কাছ থেকে উপভোগ করার জন্য এখানে বাইক অথবা সাইকেল ভাড়া করে বেরিয়ে পড়তে হবে। চলে যান কুনজুম পাস-এ। প্রকৃতি আপনাকে দু’হাত ভরে নিজের সৌন্দর্য উপহার দেবে।
advertisement
advertisement
পাহাড়ি মন্দিরে: পাহাড়ের চূড়ায় থাকা মন্দিরগুলো আপনাকে টানে? তা হলে মানালি থেকে যাত্রা শুরু করুন। চলে যান রোটাং পাস-এর পথে। কারণ এই পাহাড়ি পথেই পড়বে বৌদ্ধ, তিব্বতি এবং হিন্দু মন্দিরগুলি। পাহাড়ের কোলে থাকা এই মন্দিরগুলোতে সময়ও কাটাতে পারেন, মনে শান্তি আসবে। আর পাহাড়ি সৌন্দর্যও আপনাকে মুগ্ধ করবে।
advertisement
advertisement
বাইকে লাদাখের পথে: নতুন প্রজন্মের কাছে ঘুরতে যাওয়ার ট্রেন্ড- বাইকে লাদাখ ট্রিপ। বাইকে লাদাখ ট্রিপ যদি আপনারও স্বপ্ন হয়, তা হলে পুজোয় লম্বা ছুটি নিয়ে বাইকে বেরিয়ে পড়ুন লাদাখের উদ্দেশে। এই ট্রিপে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন। আর যে হেতু, পাহাড়ি রাস্তার আনাচে-কানাচে লুকিয়ে থাকে অ্যাডভেঞ্চার, ফলে বাইক নিয়ে লাদাখ ট্রিপ কিন্তু সারা জীবনের জন্য একটা অসাধারণ স্মৃতি হিসেবে রয়ে যাবে।