Bangla News: ফের জায়গায়-জায়গায় করোনা রোগী, এই জেলার ২৪ অঞ্চল কনটেইনমেন্ট জোন!

Last Updated:

Bangla News: বুধবার সকালে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যাবে না। এই স্টেডিয়ামে এক সময় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্র্যাক্টিস করতেন ৷

কনটেইনমেন্ট জোন মেদিনীপুরে (প্রতীকী ছবি)
কনটেইনমেন্ট জোন মেদিনীপুরে (প্রতীকী ছবি)
#খড়গপুর: জেলা জুড়ে বাড়ছে করোনার গ্রাফ। তাই খড়্গপুর (Kharagpur)-মেদিনীপুর মিলিয়ে মোট চব্বিশটি জায়গায় কনটেইনমেন্ট জোন করা হয়েছে। খড়গপুরের কনটেইনমেন্ট জোন করা হয়েছে একাধিক এলাকা। যার মধ্যে অন্যতম খড়্গপুর সেরসা স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামের মধ্যে কোনও লোকের করোনা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় স্টেডিয়ামের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা।
বুধবার সকালে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যাবে না। এই স্টেডিয়ামে এক সময় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্র্যাক্টিস করতেন ৷ প্রতিদিন সকালবেলা এখানে খেলাধুলা শরীরচর্চা করতে আসেন বহু মানুষ। কিন্তু আজ থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্টেডিয়াম।
advertisement
advertisement
যদিও প্রশাসনের তরফ থেকে কোনে কনটেইনমেন্ট জোনের বোর্ড এখনও অবধি লাগানো হয়নি । স্টেডিয়ামের সামনে অবাধে মাস্ক ছাড়াই বহু মানুষের দেখা মিলেছে। এদিকে খড়্গপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কনটেইনমেন্ট জোন যেখানে করা হয়েছে, সেই এলাকাতেই মাস্ক ছাড়া লোকজন ঘুরে বেড়াচ্ছেন। যদিও সিভিক পুলিশের হুমকির জেরে বেশ কয়েকজন মাস্ক পরলেও বহু লোক বিনা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। যদিও খড়্গপুর টাউন থানার পক্ষ থেকে বোর্ড বা গার্ডরেল লাগানো হয়নি এখনও পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফের জায়গায়-জায়গায় করোনা রোগী, এই জেলার ২৪ অঞ্চল কনটেইনমেন্ট জোন!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement