Bangla News: ফের জায়গায়-জায়গায় করোনা রোগী, এই জেলার ২৪ অঞ্চল কনটেইনমেন্ট জোন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: বুধবার সকালে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যাবে না। এই স্টেডিয়ামে এক সময় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্র্যাক্টিস করতেন ৷
#খড়গপুর: জেলা জুড়ে বাড়ছে করোনার গ্রাফ। তাই খড়্গপুর (Kharagpur)-মেদিনীপুর মিলিয়ে মোট চব্বিশটি জায়গায় কনটেইনমেন্ট জোন করা হয়েছে। খড়গপুরের কনটেইনমেন্ট জোন করা হয়েছে একাধিক এলাকা। যার মধ্যে অন্যতম খড়্গপুর সেরসা স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামের মধ্যে কোনও লোকের করোনা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় স্টেডিয়ামের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা।
বুধবার সকালে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করা যাবে না। এই স্টেডিয়ামে এক সময় মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট প্র্যাক্টিস করতেন ৷ প্রতিদিন সকালবেলা এখানে খেলাধুলা শরীরচর্চা করতে আসেন বহু মানুষ। কিন্তু আজ থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্টেডিয়াম।
advertisement
advertisement
যদিও প্রশাসনের তরফ থেকে কোনে কনটেইনমেন্ট জোনের বোর্ড এখনও অবধি লাগানো হয়নি । স্টেডিয়ামের সামনে অবাধে মাস্ক ছাড়াই বহু মানুষের দেখা মিলেছে। এদিকে খড়্গপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কনটেইনমেন্ট জোন যেখানে করা হয়েছে, সেই এলাকাতেই মাস্ক ছাড়া লোকজন ঘুরে বেড়াচ্ছেন। যদিও সিভিক পুলিশের হুমকির জেরে বেশ কয়েকজন মাস্ক পরলেও বহু লোক বিনা মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। যদিও খড়্গপুর টাউন থানার পক্ষ থেকে বোর্ড বা গার্ডরেল লাগানো হয়নি এখনও পর্যন্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2021 5:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ফের জায়গায়-জায়গায় করোনা রোগী, এই জেলার ২৪ অঞ্চল কনটেইনমেন্ট জোন!