Bangladesh: ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ, ফের আটক ২৪ বাংলাদেশি! ৩ দিনে আটকের সংখ্যা ৮৯
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bangladeshi: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ আবারও আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী। গত ৩ দিনে মোট ৩ টি ট্রলার আটক হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে ধৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৭৯।
নামখানা, নবাব মল্লিক: ভারতীয় জলসীমায় অবৈধভাবে প্রবেশ আবারও আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী। গত ৩ দিনে মোট তিনটি ট্রলার আটক হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে ধৃত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৭৯। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জেরে মৎস্যজীবীরা লাগাতার ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় উদ্বিগ্ন ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ও সুন্দরবন পুলিশ। ফলে ভারত-বাংলাদেশ জলসীমায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
নতুন আটক ট্রলারটির নাম ‘এফবি নূর-ই-মদিনা-২৪’। আটক ২৪ জন মৎস্যজীবীর বাড়ি কক্সবাজার এলাকায়। ইতিমধ্যে এক প্রেস বিবৃতিতে কোস্টগার্ড জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অমৃত কৌর এবং কমলাদেবী উত্তর বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখায়(আইএমবিএল) নজরদারির সময় ওই তিনটি ফিশিংবোট আটক করেছে। ১৫ এবং ১৬ নভেম্বর ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের(ইইজেড) ভিতরে বোটগুলি অবৈধভাবে মাছ ধরছিল। আটক তিনটি বাংলাদেশি ফিশিং বোটে তিনজন নাবালক-সহ ৭৯ জন মৎস্যজীবী ও মাঝি রয়েছে।
advertisement
advertisement
নজরদারির সময় বাংলাদেশি ফিশিং বোটগুলিকে ভারতীয় জলসীমার প্রায় দুই নটিক্যাল মাইল বা প্রায় চার কিলোমিটার ভেতরে এসে মাছ ধরতে দেখা যায়। ভারতীয় কোস্টগার্ডের জওয়ানরা বাংলাদেশি বোটগুলি আটক করে তল্লাশি চালায়। দিল্লি বিস্ফোরণের পর দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক সীমানায় বিশেষ নজরদারি অভিযান চলছে। তার অংশ হিসেবে কোস্টগার্ডের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, ওই বোটগুলির কাছে ভারতের সামুদ্রিক অঞ্চলের মধ্যে মাছ ধরার জন্য কোনো বৈধ অনুমোদন বা পারমিট ছিল না। এদের আটক করার পর আইনি ব্যবস্থা নিতে তাদের ফ্রেজারগঞ্জে পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 18, 2025 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangladesh: ভারতীয় জলসীমায় অবৈধ প্রবেশ, ফের আটক ২৪ বাংলাদেশি! ৩ দিনে আটকের সংখ্যা ৮৯

