Howrah News: হাওড়ায় পরিবেশ শিক্ষকের বাড়িতে গেলেই চমকে যাবেন... একটা-দুটো না, ২২টা! কী ওগুলো?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এদের পুনর্বাসনের জন্য, গোখরোর ছানাগুলিকে বন দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। সাপ সম্পর্কে সমাজে দরকার সচেতনতা। গ্রামের সকল মানুষের স্থানীয় সাপেদের চিনে রাখা প্রয়োজন। সাপ নিয়ে দরকার সাবধানতা, আতঙ্ক নয়। এমনটাই জানাচ্ছে পরিবেশপ্রেমী সংগঠনগুলি।
হাওড়া: পরিবেশ প্রেমী শিক্ষকের প্রযত্নে ডিম ফুটে জন্ম নিল ২২ টি গোখরো সাপের বাচ্চা। বেশ কিছুদিন আগে আমতার উদং গ্রামের ভুঁইয়া পরিবারের ঘর সংলগ্ন মুরগির খামারের পাশে একসঙ্গে কিছু ডিম। ডিম গুলির আকার দেখে অনুমান করা যায়, এগুলি সাপের ডিম। দেখে আতঙ্কিত হয়ে প্রেমচাঁদ ভুঁইয়া যোগাযোগ করেন পরিবেশ সংগঠন গ্রিন চেন মুভমেন্ট-এর পরিচালক তথা শিক্ষক প্রদীপ রঞ্জন রীতের সঙ্গে।
সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছে প্রদীপবাবু সাপের ডিম বলেই সনাক্ত করেন। ওই স্থান থেকে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। প্রদীপবাবু একটি নিরাপদ স্থানে, ডিমগুলিকে খড় কাগজের টুকরোর মধ্যে সযত্নে রাখেন। এরপর দিন কয়েক পর্যবেক্ষণ চালাতে থাকেন। বেশ কিছুদিন অপেক্ষা শেষে ডিম ফুটে বেরিয়ে আসে নবজাতক সাপগুলি। দেখা যায় এগুলি গোখরো বা স্পেকটেকলড কোবরা।
advertisement
এ প্রসঙ্গে শিক্ষক প্রদীপ রঞ্জন রীত বলেন, “দীর্ঘদিন ডিমগুলোকে যত্নসহকারে সংরক্ষণ করতে হয়েছে। অবিরাম পর্যবেক্ষণ চালিয়েছি। ধৈর্য হারা হইনি। অবশেষে ২২টি ডিমের প্রত্যেকটি থেকেই বাচ্চা জন্মেছে। এদের নড়াচড়া,চলন দেখে মনে হয়েছে প্রতিটি সুস্থ ও সবল। তিনি জানান, বাসস্থানের সঙ্কট এবং মানুষের পিটিয়ে মারার ফলে গোখরোর সংখ্যা এখন খুব কমে গিয়েছে। জীববৈচিত্রে সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।পরিবেশের সুরক্ষায় এদেরও বাঁচিয়ে রাখা জরুরি।
advertisement
advertisement
এদের পুনর্বাসনের জন্য, গোখরোর ছানাগুলিকে বন দফতরে হাতে তুলে দেওয়া হয়েছে। সাপ সম্পর্কে সমাজে দরকার সচেতনতা। গ্রামের সকল মানুষের স্থানীয় সাপেদের চিনে রাখা প্রয়োজন। সাপ নিয়ে দরকার সাবধানতা, আতঙ্ক নয়। এমনটাই জানাচ্ছে পরিবেশপ্রেমী সংগঠনগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 3:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়ায় পরিবেশ শিক্ষকের বাড়িতে গেলেই চমকে যাবেন... একটা-দুটো না, ২২টা! কী ওগুলো?