Death: ২১ বছরেই শেষ সব! নৌকা থেকে লাফ দিতেই যা ঘটল..., দামোদরে বেড়াতে যাওয়াই কাল হল যুবকের, পরিবারে শোক-হাহাকার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Death: ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে দামোদরে নৌকাবিহার। সেই মতো অন্যান্যদের সঙ্গে নৌকায় চরে বসেছিল এক যুবক। সব ঠিকঠাক চলছিল। কিন্তু বিপত্তি ঘটল নৌকা থেকে নামার সময়।
বর্ধমান: ইচ্ছে ছিল বন্ধুদের সঙ্গে দামোদরে নৌকাবিহার। সেই মতো অন্যান্যদের সঙ্গে নৌকায় চরে বসেছিল এক যুবক। সব ঠিকঠাক চলছিল। কিন্তু বিপত্তি ঘটল নৌকা থেকে নামার সময়। লাফ দিয়ে নৌকা থেকে ডাঙায় পৌঁছতে চেয়েছিল সে। কিন্তু তা সম্ভব হয়নি। তীরে পৌঁছনোর বদলে জলে পড়ে যায় সে। তারপর কী ঘটল জানেন?
গত বৃহস্পতিবারের ঘটনা। বর্ধমানের উদয়পল্লী এলাকায় বন্ধুদের সঙ্গে দামোদর নদে ঘুরতে গিয়েছিল ২১ বছর বয়সী দীপ সরকার নামে ওই যুবক। সেখানে নৌকায় চেপেছিল তারা। বেশ কিছুক্ষণ ভরা দামোদরে নৌকায় সময় কাটায় তারা। নৌকা থেকে লাফ দিয়ে পারে আসার সময় নদীর জলে পড়ে যায় দীপ। দামোদরে যথেষ্ট জল থাকার কারনে এবং সাঁতার কাটতে না পারার জন্য জলে ডুবে যায় সে।
advertisement
আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! রক্ষে নেই বাংলার, ঘণ্টাখানেকেই তুমুল ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বড় আপডেট
তারপর বিভিন্নভাবে খোঁজাখুঁজি চালালেও দীপ সরকারকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। অবশেষে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ৩২ বিঘা এলাকায়, ডুবে যাওয়া স্থান থেকে ৪০ কিলোমিটারেরও বেশি দূরে দামোদরের জল থেকে শনিবার তার মৃতদেহ উদ্ধার করল জামালপুর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জামালপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন
জলাধার থেকে জল ছাড়ার পাশাপাশি বৃষ্টির জলে দামোদর এখন ফুঁসছে। এলাকার বাসিন্দারা বলছেন, সাঁতার জানা না থাকলে ভরা দামোদর খুবই বিপজ্জনক। ওই যুবক সাঁতার জানত না। তা সত্ত্বেও নৌকো তীরে পৌঁছনোর আগেই সে পারে পৌঁছনোর জন্য ঝাঁপ দিতে গিয়ে জলে পড়ে তলিয়ে যায়। মাঝি ও স্থানীয়রা তল্লাশি শুরু করলেও ওই যুবকের আর কোনও হদিশ মেলেনি। তার ফলে পরিবার পরিজনদের মনে উৎকন্ঠা বাড়ছিল। শেষে ডুবে যাওয়া জায়গা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জামালপুরের বত্রিশ বিঘা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হল। সেখানকার বাসিন্দারা বলেন, এক যুবকের মৃতদেহ দেখে জামালপুর থানায় খবর দেওয়া হয়। সেখান থেকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতের আত্মীয়রা মৃতদেহ সনাক্ত করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: ২১ বছরেই শেষ সব! নৌকা থেকে লাফ দিতেই যা ঘটল..., দামোদরে বেড়াতে যাওয়াই কাল হল যুবকের, পরিবারে শোক-হাহাকার