Accident: দুর্গাপুরে গ্যাস উত্তোলনকারী সংস্থায় দুর্ঘটনা! মৃত্যু দুই যুবকের, আহত আরও ৩
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Accident: বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু দুই শ্রমিকের, আহত তিন। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে যান ওই দুই যুবক, তারপরেই মৃত্যু হয় ওই দুই যুবকের।
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু দুই শ্রমিকের, আহত তিন। বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার বর্জ্য মিশ্রিত জলে পড়ে যান ওই দুই যুবক, তারপরেই মৃত্যু হয় ওই দুই যুবকের। আশঙ্কাজনক আরও তিন। নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে সরব এলাকাবাসী।
মৃত দুই যুবকের নাম আকাশ বাদ্যকর (২৫), অরূপ চৌধুরী(২৬)। জামবনের বাসিন্দা আকাশ বাদ্যকর ও অরূপ চৌধুরী মালদহের বাসিন্দা। আশঙ্কাজনক আরও তিন যুবককে প্রথমে দুর্গাপুরের শোভাপুর সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে বিধাননগরের বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
advertisement
advertisement
বেসরকারি গ্যাস উত্তোলক সংস্থার দুর্গাপুর ফরিদপুর থানার পারুলিয়ার জামবনি এলাকায় ২৪২ নম্বর পিটে কাজে যোগ দেন ওই যুবকরা। আচমকা গ্যাস উত্তোলনের পর বর্জ্য মিশ্রিত জমা জলে পড়ে যান পাঁচ ঠিকা শ্রমিক। সহকর্মীরা দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে। তারপরেই তাদের স্থানীয়দের সহযোগিতায় শোভার সংলগ্ন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
অবস্থার অবনতি ঘটলে আকাশ বদ্যকর ও অরূপ চৌধুরীকে বিধান নগরের মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 2:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দুর্গাপুরে গ্যাস উত্তোলনকারী সংস্থায় দুর্ঘটনা! মৃত্যু দুই যুবকের, আহত আরও ৩