Lightning Death: মর্মান্তিক! স্বস্তির বৃষ্টিতেই চলে গেল তরতাজা প্রাণ, বজ্রপাতে মৃত্যু হল ২ জনের, পরিবারে শোকের ছায়া
- Reported by:Suman Saha
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Lightning Death: অবশেষে স্বস্তির বৃষ্টি। আর বৃষ্টির সঙ্গে বাজ পড়ে মৃত্যু হল দু'জনের। একদিকে ক্যানিংয়ে মাঠে ফুটবল খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক নাবালকের। অন্যদিকে বাসন্তীর চুনাখালীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবককে।
দক্ষিণ ২৪ পরগনা : অবশেষে স্বস্তির বৃষ্টি আর বৃষ্টির সঙ্গেই বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। একদিকে ক্যানিংয়ে মাঠে ফুটবল খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক নাবালকের। অন্যদিকে বাসন্তীর চুনাখালীতে মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।
এদিন দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় বিকাল তিনটার পর থেকে মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে অনবরত বাজ পড়তে থাকে। আর সেই সময় মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন যুবক হঠাৎই বাজ পড়ে মৃত্যু হয় এক নাবালকের। মৃতের নাম সফিক মোল্লা ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের শিব নগর গ্রামে।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন মাঠে ফুটবল খেলার সময় বাজ পড়লে সফিক গুরুতর আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সফিককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। দেহটি ময়নাতদন্তের জন্য ক্যানিং থানার পুলিশ নিয়ে যায়।
advertisement
অন্যদিকে চুনাখালীতে বাজ পরে মৃত্যু হল আরও এক যুবকের, মৃতের নাম রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ গোসাবা বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়ায় বৃহস্পতিবার বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁর মধ্যে মাঝে মাঝে বাজ পড়ছিল। সেই সময় রহমান বাড়ির কাছে নদীতে মাছ ধরছিল।নদী থেকে উঠে বাড়ি ফেরার সময় নদীর পাড়ে বজ্রঘাতে তার মৃত্যু হয়। দুটি ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 20, 2024 6:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: মর্মান্তিক! স্বস্তির বৃষ্টিতেই চলে গেল তরতাজা প্রাণ, বজ্রপাতে মৃত্যু হল ২ জনের, পরিবারে শোকের ছায়া










