Death News: বিশ্রাম নেওয়াটাই কাল হল...! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯-এর যুবক, শোক-হাহাকার পরিবারে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Death News: রোদ থেকে স্বস্তি পেতে বন্ধ দোকানের শেডের নিচে বিশ্রাম নিতে যাওয়াই কাল হল যুবকের, দিনে দুপুরে একটি তরতাজা প্রাণ নিমেষেই শেষ হয়ে গেল৷
হাওড়া: বন্ধ দোকানের শাটারে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটল আমতায়! ঘটনাকে ঘিরে চাঞ্চল এলাকায়। রোদ থেকে স্বস্তি পেতে বন্ধ দোকানের শেডের নিচে বিশ্রাম নিতে যাওয়াই কাল হল যুবকের। দিনে দুপুরে একটি তরতাজা প্রাণ নিমেষেই শেষ হয়ে গেল।
শেডের নিচে কংক্রিটের বসার জায়গায় বিশ্রাম নেওয়ার সময় কোনও কারণে শরীর বন্ধ দোকানের শাটার স্পর্শ করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আমতার খসনানে একটি বন্ধ ওষুধের দোকানের সামনে বিশ্রাম নিতে গিয়ে শাটারের গায়ে স্পর্শ হতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান বছর উনিশের শেখ শাহিল।
advertisement
advertisement
এই মর্মন্তিক ঘটনার পরই স্থানীয় মানুষের নজরে আসে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে যুবক। এমন ঘটনা সামনে আসতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
এদিকে ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে যায় আমতার SDPO-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক অনুমান, ওই দোকানের শাটারে কোনও কারণে বিদ্যুৎ সংযোগ হয়েছিল। এমন দুর্ঘটনা শর্ট সার্কিটের কারণেই হতে পারে৷ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই দোকান মালিকের অসচেতনতার ফলেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি জানায় এলাকার মানুষ। এলাকায় যুবকের অকাল মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 1:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death News: বিশ্রাম নেওয়াটাই কাল হল...! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯-এর যুবক, শোক-হাহাকার পরিবারে