Purulia Forest Festival: আরও সবুজ! এই জেলায় ১৯ লক্ষ ২০ গাছ লাগানো হবে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Forest Festival: পুরুলিয়ার এই বনমহোৎসবে শুধু বৃক্ষরোপণ নয়, পর্যটনকেও এই উৎসবের সঙ্গে যুক্ত জুড়তে চলেছে বন দফতর
পুরুলিয়া: রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। তবুও বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিতে এই জেলায় বিভিন্ন সময় আসেন পর্যটকেরা। শাল-পিয়ালের অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়াতে শুরু হয়েছে বনমহোৎসব।
পুরুলিয়ার এই বনমহোৎসবে শুধু বৃক্ষরোপণ নয়, পর্যটনকেও এই উৎসবের সঙ্গে যুক্ত জুড়তে চলেছে বন দফতর। বৃহস্পতিবার মাঠে বনাঞ্চলে এই অনুষ্ঠানে শুভারম্ভ হয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই উৎসব চলবে। এই প্রথমবার পুরুলিয়ার বনমহোৎসব কোনও থিমের উপর নির্ভর করে হচ্ছে। রূপসী বাংলার এই থিমে পরিবেশবান্ধব পর্যটনের বার্তাকে তুলে ধরেছে বন দফতর। বন দফতরের অরণ্যকেন্দ্রিক কর্মকাণ্ডের পাশাপাশি এই জেলার পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করতে চাইছে। পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে এগোচ্ছে বন দফতর।
advertisement
আরও পড়ুন: ২৭ টাকায় আলু! কেনার জন্য ঝাঁপিয়ে পড়ল মানুষ
advertisement
এই বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও তথা পুরুলিয়া জেলা বনমহোৎসব কমিটির নোডাল আধিকারিক অঞ্জন গুহ বলেন, এবছর পুরুলিয়ার বন মহোৎসবের থিম রূপসী বাংলা। এই থিমের মধ্যে দিয়ে পুরুলিয়ার পর্যটনকে আমরা বনমহোৎসবের সঙ্গে যুক্ত করেছি। আমাদের মূল লক্ষ্য পরিবেশবান্ধব পুরুলিয়া গড়ে তোলা। প্রায় ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে এই বনমহোৎসবে। পুরুলিয়া জুড়ে সমগ্র রেঞ্জে চারা গাছ বিলি সহ নানান অনুষ্ঠান চলবে।
advertisement
এই বনমহোৎসবের মধ্য দিয়ে বন দফতর ৭২৩ টি স্কুলে ১৯ টি ডিগ্রি কলেজে চারা গাছ বিলি করে বৃক্ষরোপণ করবে। এছাড়াও ৫৭৫ হেক্টর জমিতে গাছ লাগানোর আলাদা পরিকল্পনা নিয়েছে বন দফতর। পুরুলিয়া বনবিভাগে ১২৫, কংসাবতী উত্তর বনবিভাগে ২৫০ ও কংসাবতী দক্ষিণ বনবিভাগে ১২৫ ও বনসম্প্রসারণ বিভাগে ৫০ হেক্টর গাছ লাগানো হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এই বনমহোৎসবের মধ্যে দিয়ে পুরুলিয়াকে সবুজে মুড়ে ফেলতে চায় বন দফতর।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2024 10:31 AM IST