Death: অশ্লীল ছবি ভাইরাল হলেই...! মাত্র ১৬ বছরেই সব শেষ! নাবালকের চরম সিদ্ধান্তে শোক-হাহাকার পরিবারে

Last Updated:

Death: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল আসানসোল উত্তর থানার সেনর‍্যালে এলাকায়।

নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
নামিবিয়ান সংবাদপত্রের মতে, ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে।
আসানসোল: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল আসানসোল উত্তর থানার সেনর‍্যালে এলাকায়। সুদীপ মাজি (১৬) নামে মৃত ওই নাবালকের মা চন্দ্রাবলী মাজি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্র ছিল সুদীপ মাজি। গত ২৯ মে, নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। প্রথম দিকে কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধন্দে ছিল পরিবার। কিন্তু পরে
ওই ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তার মোবাইল ঘাটতেই করে আসল ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ ব্ল্যাক মেইলের শিকার হয়ে তীব্র মানসিক চাপেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে।
advertisement
advertisement
ছাত্রের দিদি জানিয়েছেন, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা জনৈক যুবক ইমরান শেখ আমার ভাইকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর মাদক খাইয়ে ভাইয়ের অশ্লীল ছবি তুলে রাখে। তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার তাকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু হয়।
advertisement
ইন্সটাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে সে সব কিছু জানা গেছে। বারবার তাকে ফোন করে ভয় দেখানো হয়, সেই ছবি প্রকাশ্যে আনা হবে। বারবার টাকা নেওয়া হয় ব্ল্যাকমেইল করে। শেষ পর্যন্ত সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই। শুরু হয় ক্রমাগত প্রচন্ড চাপ। আর সেই চাপেই আত্মহত্যা করেছে সুদীপ। এমনটাই দাবি পরিবারের। আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
দীপক শর্মা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: অশ্লীল ছবি ভাইরাল হলেই...! মাত্র ১৬ বছরেই সব শেষ! নাবালকের চরম সিদ্ধান্তে শোক-হাহাকার পরিবারে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement