Death: অশ্লীল ছবি ভাইরাল হলেই...! মাত্র ১৬ বছরেই সব শেষ! নাবালকের চরম সিদ্ধান্তে শোক-হাহাকার পরিবারে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল আসানসোল উত্তর থানার সেনর্যালে এলাকায়।
আসানসোল: ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠল আসানসোল উত্তর থানার সেনর্যালে এলাকায়। সুদীপ মাজি (১৬) নামে মৃত ওই নাবালকের মা চন্দ্রাবলী মাজি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্র ছিল সুদীপ মাজি। গত ২৯ মে, নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। প্রথম দিকে কী কারণে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধন্দে ছিল পরিবার। কিন্তু পরে
ওই ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তার মোবাইল ঘাটতেই করে আসল ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ ব্ল্যাক মেইলের শিকার হয়ে তীব্র মানসিক চাপেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে।
advertisement
advertisement
ছাত্রের দিদি জানিয়েছেন, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা জনৈক যুবক ইমরান শেখ আমার ভাইকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর মাদক খাইয়ে ভাইয়ের অশ্লীল ছবি তুলে রাখে। তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার তাকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু হয়।
advertisement
ইন্সটাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে সে সব কিছু জানা গেছে। বারবার তাকে ফোন করে ভয় দেখানো হয়, সেই ছবি প্রকাশ্যে আনা হবে। বারবার টাকা নেওয়া হয় ব্ল্যাকমেইল করে। শেষ পর্যন্ত সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই। শুরু হয় ক্রমাগত প্রচন্ড চাপ। আর সেই চাপেই আত্মহত্যা করেছে সুদীপ। এমনটাই দাবি পরিবারের। আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
দীপক শর্মা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 5:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: অশ্লীল ছবি ভাইরাল হলেই...! মাত্র ১৬ বছরেই সব শেষ! নাবালকের চরম সিদ্ধান্তে শোক-হাহাকার পরিবারে