Bankura News: ১৫ ফুটের বিশ্বকাপ ট্রফি! রোহিতের হাতে পারলে এখনই তুলে দেয়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
২০২৩ ওডিআই বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারণ হবে রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু ভারতীয় সমর্থকদের যেন আর তর সইছে না। তাঁরা পারলে আগেভাগেই রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন
বাঁকুড়া: চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ১২ বছর পর আবার রোহিত-বিরাটদের হাতে বিশ্বকাপ দেখতে চায় গোটা দেশ। এখন তারই কাউন্ট ডাউন চলছে। এরমধ্যে বাঁকুড়া শহরের কুচকুচিয়ার বাসিন্দারা বানিয়ে ফেলেছেন অতিকায় বিশ্বকাপ। ভারতের দুর্দান্ত পারফরমেন্সকে সম্মান জানাতে বাঁশ এবং ঝুড়ি দিয়ে তাঁরা বানিয়েছেন এই বিশ্বকাপ ট্রফি। দৈর্ঘ্যে ১৫ ফুট। বানাতে সময় লেগেছে ৯ ঘণ্টা।
২০২৩ ওডিআই বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা নির্ধারণ হবে রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু ভারতীয় সমর্থকদের যেন আর তর সইছে না। তাঁরা পারলে আগেভাগেই রোহিত শর্মার হাতে ট্রফি তুলে দেন। একই অবস্থা বাঁকুড়ার কুচকুচিয়ার বাসিন্দাদের। অতিকায় বিশ্বকাপ ট্রফি বানিয়ে ফাইনাল ম্যাচ দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন তাঁরা।
advertisement
advertisement
এবারের বিশ্বকাপে ভারত অপ্রতিরোধ্য হয়ে ওঠায় উত্তেজনা আরও বেড়েছে সমর্থকদের মধ্যে। ফাইনালে দেখার জন্য এখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। এলাকার তরুণ-তরুণীরা একজোট হয়ে এখানে বিশ্বকাপের ফাইনাল দেখবেন। সকলের একটাই চাওয়া, ২০০৩ এর মধুর প্রতিশোধ কুড়ি বছর পর রোহিত শর্মার হাত ধরে নিক ভারত।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 6:10 PM IST