North 24 Parganas: দিদিকে বলো- তে ফোন করে লাভই লাভ, আবাস যোজনায় ঘর পেলেন ১-২ টি নয়, ১৪৯ টি পরিবার

Last Updated:

North 24 Parganas: ফোন কলে আবাস যোজনার ঘর পেল সুন্দরবনের ১৪৯টি পরিবার

+
আবাস

আবাস যোজনায় উপভোক্তরা 

উত্তর ২৪ পরগনা : হিঙ্গলগঞ্জ ‘দিদিকে বল’ নম্বরে ফোন করে, আবাস যোজনার ঘর পেল সুন্দরবনের ১৪৯টি পরিবার। ইতিমধ্যে আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের উদ্যোগে আবাস যোজনা উপভোক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি অনুদান ঢুকতে শুরু করবে।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের দরিদ্র সীমা নিচে থাকা এই পরিবারগুলো এর আগে বারবার প্রধান ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে ঘর পাওয়ার জন্য আবেদন করেছিল। ২০১৮-১৯ সালে তাদের লিস্টে নাম আসেনি।
advertisement
advertisement
এই প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে প্রকল্পের আওতায় ঘর পেল। এতদিন খোলা আকাশের নিচে থাকত, মাথার উপর পেতে চলেছে, এরফলে রীতিমতো খুশি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথের স্যান্ডেলের বিল পাঁচটি পরিবার শেফালী গাইন, খালেক গাজী, আব্দুল সামাদ গাজী, সহ ১৪৯টি পরিবার।
advertisement
গত সপ্তাহে প্রথম ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে ঘর পেল। রীতিমতো চোখে মুখে হাসির ছাপ। তাড়াতাড়ি জানায়, আমরা কোনদিন ঘর পাব আশা করিনি প্রশাসন এগিয়ে এসেছে আমরা খুশি। সানডেলেের বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ ওরফে মুকুল বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকে শুধু এই গ্রামে পাঁচটি পরিবার নয় হিঙ্গলগঞ্জ ব্লক এ ১৪৯ টি পরিবার ‘দিদিকে বল’ ফোন নম্বরে ফোন করে সরাসরি আবাস যোজনা ঘর পেয়েছেন। আমরাও খুশি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas: দিদিকে বলো- তে ফোন করে লাভই লাভ, আবাস যোজনায় ঘর পেলেন ১-২ টি নয়, ১৪৯ টি পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement