Ayodhya Ram Mandir: অযোধ্যার ছোঁয়ায় কালনাতে ১৪ ফুটের রামমূর্তি

Last Updated:

সোমবার কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের এই মূর্তি

১৪ ফুটের রাম মূর্তি 
১৪ ফুটের রাম মূর্তি 
পূর্ব বর্ধমান: এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। একে কেন্দ্র করে গোটা দেশজুড়ে উৎসবের পরিবেশ, যেন অকাল দিওয়ালি নেমে এসেছে। একই পরিবেশ বাংলাতেও। তবে এই আনন্দ উৎসবের মাঝে দেখা গেল এক অন্যরকম ঘটনা। এবার সম্পূর্ণ নিজের উদ্যোগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই কালনাতে প্রতিষ্ঠিত হল ১৪ ফুটের রাম মূর্তি।
সোমবার কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের এই মূর্তি। মাস দেড়েক আগে থেকে কালনার যুবক সমীর দাস ভগবান রামের এই মূর্তি গড়ার উদ্যোগ নেন। কালনা চড়কতলা এলাকার শিল্পী জগত মণ্ডলকে এই মূর্তি তৈরি করেছেন। রামায়ণ অনুযায়ী, পিতার নির্দেশে ১৪ বছর বনবাসে ছিলেন রাম। সেই কথা মাথায় রেখেই ১৪ ফুটের রাম মূর্তি তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উদ্যোক্তা সমীর দাস জানান, তিনি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নিয়েছেন। প্রথমে কাউকে পাশে না পেলেও এখন বহু মানুষ তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বলে জানান। আগামী দিনে এই জায়গায় একটি মন্দির তৈরির পরিকল্পনা আছে। মূলত মার্বেল ডাস্ট ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে ১৪ ফুটের রাম মূর্তি। এর জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ayodhya Ram Mandir: অযোধ্যার ছোঁয়ায় কালনাতে ১৪ ফুটের রামমূর্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement