Ayodhya Ram Mandir: অযোধ্যার ছোঁয়ায় কালনাতে ১৪ ফুটের রামমূর্তি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
সোমবার কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের এই মূর্তি
পূর্ব বর্ধমান: এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হল। একে কেন্দ্র করে গোটা দেশজুড়ে উৎসবের পরিবেশ, যেন অকাল দিওয়ালি নেমে এসেছে। একই পরিবেশ বাংলাতেও। তবে এই আনন্দ উৎসবের মাঝে দেখা গেল এক অন্যরকম ঘটনা। এবার সম্পূর্ণ নিজের উদ্যোগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই কালনাতে প্রতিষ্ঠিত হল ১৪ ফুটের রাম মূর্তি।
সোমবার কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের এই মূর্তি। মাস দেড়েক আগে থেকে কালনার যুবক সমীর দাস ভগবান রামের এই মূর্তি গড়ার উদ্যোগ নেন। কালনা চড়কতলা এলাকার শিল্পী জগত মণ্ডলকে এই মূর্তি তৈরি করেছেন। রামায়ণ অনুযায়ী, পিতার নির্দেশে ১৪ বছর বনবাসে ছিলেন রাম। সেই কথা মাথায় রেখেই ১৪ ফুটের রাম মূর্তি তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
উদ্যোক্তা সমীর দাস জানান, তিনি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আর তাই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নিয়েছেন। প্রথমে কাউকে পাশে না পেলেও এখন বহু মানুষ তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বলে জানান। আগামী দিনে এই জায়গায় একটি মন্দির তৈরির পরিকল্পনা আছে। মূলত মার্বেল ডাস্ট ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে ১৪ ফুটের রাম মূর্তি। এর জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 5:31 PM IST