রাজনৈতিক সংঘর্ষের জেরে আজও থমথমে কাঁথি, এখনও পর্যন্ত গ্রেফতার ১২
Last Updated:
#কাঁথি: অমিত শাহের সভা ঘিরে রণক্ষেত্র কাঁথি। সভা শেষে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় পার্টি অফিসে, গাড়ি, বাইকে। আহত হন দু'পক্ষের ১২ জন। আহত হন দুই পুলিশকর্মীও। ঘটনার পর এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ধৃতের মধ্যে অধিকাংশই ওড়িশা-ঝাড়খণ্ডের। দাবি শুভেন্দু অধিকারীর। ঘটনার প্রতিবাদে আজ কাঁথিতে ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল।
অমিত শাহর সভা শেষ হতেই উত্তেজনা ছড়ায় কাঁথিতে। সভাস্থলের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও গাড়ির কাচ ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপরই দিঘা - নন্দকুমার জাতীয় সড়কের উপর একের পর এক গাড়ি-সরকার বাসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। ক্রমে গন্ডগোল ছড়াতে থাকে। দুর্মুটের চাঁদবেড়িয়ায় তৃণমূল পার্টি অফিসে প্রথমে ভাঙচুর চলে। এরপর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
পালটা বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ করে ভাঙচুর শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সংঘর্ষে আহত হন দু'পক্ষের বারো জন। আহত হন জেলা পরিষদের তৃণমূল সদস্য মানব বড়ুয়া, উপ-প্রধান দেবাশিস ভুঁইয়া। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। অভিযোগ, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন দুই পুলিশকর্মী। এই পরিস্থিতির জন্য একে অপরকে দায়ি করে বিজেপি-তৃণমূল।
advertisement
গন্ডগোলের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক। আটকে পড়েন পর্যটকরা। ঘটনার প্রতিবাদে বুধবার কাঁথিতে ধিক্কার দিবসের ডাক দিয়েছে তৃণমূল। রবিবার কাঁথিতেই অমিত শাহর পালটা সভা করা হবে বলেও জানান শুভেন্দু অধিকারী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 9:25 AM IST