Bangaon Hospital : ১১ মাসের শিশুর মাথায় আটকে গেল হাঁড়ি, দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে স্বস্তি হাসপাতালে

Last Updated:

Bangaon Hospital :মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে হঠাৎ ১১ মাসের ছোট্ট দেবরাজের মাথায় হাঁড়ি আটকে যায়

বনগাঁ : ১১ মাসের শিশুর মাথায় আটকে গেল হাঁড়ি ৷ দীর্ঘ ক্ষণের প্রচেষ্টার পর অবশেষে মাথা থেকে হাড়ি বের করা হল বনগাঁ হাসপাতালে (Bangaon Hospital)  ।
মঙ্গলবার দুপুরে খেলতে খেলতে হঠাৎ ১১ মাসের ছোট্ট দেবরাজের মাথায় হাঁড়ি আটকে যায় ৷ ঘটনাটি ঘটে বনগাঁর কালোপুর বিশ্বাসপাড়া এলাকায়৷ বাড়ির লোক প্রথমে বুঝতে পারেননি, তারপর দেখেন বাচ্চার মাথায় আটকে আছে হাঁড়ি৷ বাড়িতে চেষ্টা করার পর বার করা যায়নি ওই হাঁড়িটি৷ তার পর বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিকভাবে চেষ্টা চালানোর পরে বুঝতে পারেন তাদের দ্বারা সম্ভব নয় ।
advertisement
advertisement
আরও পড়ুন : হাতিদের করিডরে যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, ভাবনা বন দফতরের 
খবর দেওয়া হয় বনগাঁ দমকল বাহিনীকে৷ পরবর্তীতে ডাক্তার ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় অবশেষে হাঁড়িটি কেটে বার করা হয় দেবরাজ এর মাথা । আশঙ্কা থেকে মুক্ত হয় ছোট্ট শিশুকে৷ বর্তমানে সুস্থ আছে ছোট্ট দেবরাজ । এই  বিষয়ে তাঁর মা অনিতা সরকার বলেন, ‘‘ আমি তখন ঘরে ছিলাম না৷ ও খেলা করছিল, তার পরেই আমি ঘরে এসে দেখি ওর মাথায় হাঁড়িটি আটকে রয়েছে, বাড়িতে আমরা চেষ্টা করা সত্ত্বেও হাড়ি বের করতে পারিনি, তারপর আমরা বনগাঁ হসপিটালে নিয়ে যাই৷’’
advertisement
আরও পড়ুন : '‘আমি বড় কষ্টে আছি, আমাকে একটু দয়া কর’’ বৃদ্ধার কান্নায় সাড়া মিলল, এগিয়ে এলেন ‘এই’ মানুষটি
এ বিষয়ে বনগাঁ ফায়ার স্টেশন অফিসার শম্ভু কুন্ডু বলেন, ‘‘হাসপাতাল থেকে আমাদের কাছে খবর যায়৷ সঙ্গে সঙ্গে আমরা দেরি না করে ছুটে আসি, এবং প্রায় দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় অবশেষে বাচ্চার মাথা থেকে হাঁড়ি কেটে বার করি , সুস্থ-স্বাভাবিকভাবে বাচ্চাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি ।’’
advertisement
( প্রতিবেদন-অনিরুদ্ধ কীর্তনিয়া)
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangaon Hospital : ১১ মাসের শিশুর মাথায় আটকে গেল হাঁড়ি, দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে স্বস্তি হাসপাতালে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement