Kalna Crocodile: ফের কালনার গঙ্গায় দেখা মিলল কুমিরের, এ বার সরীসৃপের গতির অভিমুখ হুগলির দিকে
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kalna Crocodile:কুমিরের দেখা পাওয়ার আশায় অনেকে ভিড় করছেন গঙ্গা পাড়ে। বন দফতর জানিয়েছে, রবিবার কালনায় কুমিরটির দেখা মিলেছিল। তবে তার অভিমুখ এখন হুগলির দিকে।
কালনা : ফের গঙ্গায় দেখা মিলল কুমিরের। এবার কালনায় তাকে দেখা গেল। ফলে কালনা মহকুমায় গঙ্গাপাড়ের বাসিন্দাদের উদ্বেগ রয়েই গিয়েছে (Kalna Crocodile)। আতঙ্কেই দিন কাটছে তাঁদের। কুমিরের আতঙ্কে অনেকেই গঙ্গায় স্নান আপাতত বন্ধ রেখেছেন। অনেকে গঙ্গায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তারাও সেই কাজে বিরত থাকছেন। আবার কুমিরের দেখা পাওয়ার আশায় অনেকে ভিড় করছেন গঙ্গা পাড়ে। বন দফতর জানিয়েছে, রবিবার কালনায় কুমিরটির দেখা মিলেছিল। তবে তার অভিমুখ এখন হুগলির দিকে।
আরও খবর : হাতিদের করিডরে যুক্ত হতে চলেছে পূর্ব বর্ধমান, ভাবনা বন দফতরের
কয়েকদিন কুমিরটিকে সেভাবে দেখা যাচ্ছিল না। তাই সে এলাকা ছেড়েছে বলে মনে করছিলেন বাসিন্দারা। রবিবার হঠাৎই তার দেখা মেলে। কালনা ও শান্তিপুর ঘাটের মাঝে গঙ্গায় তাকে দেখেন নৌকোর যাত্রীরা। পরে তাকে ফের শান্তিপুর ঘাটের দিকেও দেখা যায়। এর আগে কুমিরটি পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার মাঝে পাটুলি এলাকায় গঙ্গাতে অবস্থান করছিল। সে সময় তার অভিমুখ কালনার দিকে থাকছে বলেও বন দপ্তরের নজরদারিতে ধরা পড়েছিল।
advertisement
আরও খবর : বারো দিন মাত্র বয়স! হস্তি শাবকের হাঁটাচলা, শৃঙ্খলাবোধ দেখে অবাক বহু মানুষ
বন দপ্তর আধিকারিকরা জানিয়েছেন,কুমিরটির গতিবিধির ওপর সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। জলপথে নজরদারি চলছে। আপাতত কুমিরটি সুস্থই রয়েছে। স্বাভাবিক আচরণে দেখা যাচ্ছে তার মধ্যে। এখন পর্যন্ত হিংস্রতার তেমন কোনও লক্ষণ তার মধ্যে দেখা যায়নি। তবে তার অভিমুখ এখন হুগলির দিকে। গত দু সপ্তাহেরও বেশি সময় ধরে পূর্ব বর্ধমান জেলায় গঙ্গায় রয়েছে কুমিরটি। প্রথম তার দেখা মিলেছিল মুর্শিদাবাদ জেলায়। এর পর পূর্বস্থলিতে তাকে পাড়ে উঠে রোদ পোহাতে দেখা গিয়েছে। উৎসাহীদের অনেকেই কুমির দেখতে ভিড় করেন। কুমিরের রোদ পোহানোর ছবি মোবাইল ফোনের ক্যামেরায় তুলেও রাখেন অনেকে। বেশ কিছুক্ষণ রোদ পোহানোর পর জলে নেমে যায় কুমিরটি।
advertisement
advertisement
আরও খবর : হাতির পাল আবার ফিরে আসবে না তো? এখনও উদ্বেগে পূর্ব বর্ধমানের বাসিন্দারা
বন দফতরের আধিকারিকরা বলছেন, গঙ্গার এই অংশের আবহাওয়া কুমিরের পক্ষে অনুকূল। এখানের জলের দূষণও তুলনামূলক ভাবে কম। তাই হয়তো কুমিরটি এই এলাকায় থাকতে পছন্দ করছে। তবে তাকে সুস্থ অবস্থায় সমুদ্রে পাঠানোই মূল লক্ষ্য। বাসিন্দারা যাতে তাকে উত্যক্ত করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। এর আগে বাসিন্দাদের সতর্ক ও সচেতন করতে গঙ্গা তীরবর্তী এলাকায় মাইক নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রচারও চালানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 1:55 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalna Crocodile: ফের কালনার গঙ্গায় দেখা মিলল কুমিরের, এ বার সরীসৃপের গতির অভিমুখ হুগলির দিকে