Vintage Car: কাশিমবাজার রাজবাড়িতে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের গাড়ি! কোন অতিথির পদার্পণ

Last Updated:

Vintage Car: ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে টার্কি, ইরান, পাকিস্তান ঘুরে ভারতে প্রবেশ। ভারতে বেনারস সম্পন্ন করে দুর্গাপুর হয়ে গাড়ি এসে পৌঁছয় কাশিমবাজার রাজবাড়িতে।

+
কাশিমবাজার

কাশিমবাজার রাজবাড়িতে পুরনো গাড়ি

মুর্শিদাবাদ: অতীতকে ফিরে দেখতে কার না ভাল লাগে। নতুন গাড়ির পাশাপাশি, আজও পুরাতন গাড়ির কদর রয়েছে একই রকম। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। আর সেই নবাবের জেলাতে বহরমপুরের কাশিমবাজার রাজবাড়িতে এল ১০০ বছরের পুরনো গাড়ি ‘বিন’। বর্তমানে একশো বছরের পুরোনো গাড়ি রয়েছে কাশিমবাজার ছোট রাজবাড়িতে। গাড়িটির নাম হল ‘বিন’। বিন কোম্পানির প্রস্তুত করা গাড়ি। একশো বছর পরে এবার সেই গাড়ি চালিয়ে এলেন এক অস্ট্রেলিয়ান দম্পতি ল্যাম ও ব্যাথ।
তাঁরা প্রথম বিশ্বযুদ্ধ সময়ের গাড়িকে নতুন করে রক্ষণাবেক্ষণ সাজিয়ে তুলেছেন। ইতিমধ্যেই গাড়ি নিয়ে কাশিমবাজার রাজবাড়িতে মুর্শিদাবাদ প্যালেস অফ রয়ালর্সে এসেছেন অস্ট্রেলিয়ান দম্পতি। প্যালেসে উপস্থিত হতেই তাদের মালা পরিয়ে অর্ভ্যথনা জানানো হয়। কাশিমবাজার প্যালেসের অ্যাপায়নে মুগ্ধ তাঁরাও। কাশিমবাজার রাজবাড়ির কর্ণধার পল্লব রায় জানান, বিশ্বভ্রমণকে নতুন ভাবে সৃজন করছেন অস্ট্রেলিয়ান প্রবীণ দম্পতি। ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে টার্কি, ইরান, পাকিস্তান ঘুরে ভারতে প্রবেশ। ভারতে বেনারস সম্পন্ন করে দুর্গাপুর হয়ে গাড়ি এসে পৌঁছয় কাশিমবাজার রাজবাড়িতে।
advertisement
advertisement
শুধু মাত্র নবাবরাই নন, বর্ধিষ্ণু এই অঞ্চলে ছিল বহু জমিদার বংশের প্রভাব এবং প্রতিপত্তি। অনতিদূরের কাশিমবাজার রাজবাড়ি সেই ইতিহাসেরই মূর্ত প্রতীক। ইতিহাসের ঘাত-প্রতিঘাতে একসময় এই রাজবাড়ি পরিত্যক্ত হয়ে উঠলেও বিগত কয়েক বছরে নতুন রঙে সেজে উঠে বর্তমানে তা হয়ে উঠেছে হেরিটেজ গেস্ট হাউস। অন্য দিকে, ভারতে নিজেদের সফর নিয়ে আপ্লুত এই দম্পতিও।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vintage Car: কাশিমবাজার রাজবাড়িতে প্রথম বিশ্বযুদ্ধের সময়ের গাড়ি! কোন অতিথির পদার্পণ
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement