WB HS Result 2022: উচ্চমাধ্যমিকে কাকদ্বীপের নজরকাড়া সাফল্য! সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ১১ জন প্রথম ১০-এর মেধাতালিকায়

Last Updated:

WB HS Result 2022: সপ্তাহখানেক আগে জেলার জয়নগরের মজিলপুর জেএম ট্রেনিং স্কুল থেকে ৩ জন মাধ‍্যমিকের মেধাতালিকায় স্থান পেয়ে তাক লাগিয়ে দেয়।

এ বার উচ্চমাধ্যমিকে একই স্কুলের ১১ জন স্থান পেলেন প্রথম দশের মেধাতালিকায়
এ বার উচ্চমাধ্যমিকে একই স্কুলের ১১ জন স্থান পেলেন প্রথম দশের মেধাতালিকায়
কাকদ্বীপ : প্রথম দশে একই স্কুলের ১১ জন উচ্চমাধ‍্যমিক পরীক্ষার্থী। দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দিরের এই সাফল্য নজর কাড়ল সকলের। সপ্তাহখানেক আগে জেলার জয়নগরের মজিলপুর জেএম ট্রেনিং স্কুল থেকে ৩ জন মাধ‍্যমিকের মেধাতালিকায় স্থান পেয়ে তাক লাগিয়ে দেয়। তবে এবার সেই ছবিকেও ছাপিয়ে গেল উচ্চমাধ‍্যমিক।
advertisement
এ বার উচ্চমাধ্যমিকে একই স্কুলের ১১ জন স্থান পেলেন প্রথম দশের মেধাতালিকায় । ১৯৪৫ সালে এই স্কুল প্রতিষ্ঠা হয় । নদীমাতৃক এলাকায় অবস্থিত কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দির। এই বিদ‍্যালয় থেকে এর আগেও একাধিকবার সাফল‍্য এসেছিল । একাধিকবার মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিকে র‍্যাঙ্ক করেছিল এই স্কুলের ছাত্রছাত্রীরা । এই নিয়ে পঞ্চমবার এই স্কুল র‍্যাঙ্ক করল মেধাতালিকায় ।
advertisement
এই স্কুল থেকে এ বছর মেধাতালিকায় সায়ন্তিকা ভুঁইয়া ও সানা দাস ৪৯৪ পেয়ে পঞ্চম স্থান পেয়েছেন ‌। ছোটবেলা থেকে দু’জনেই মেধাবী ছাত্রী হিসেবে এলাকায় পরিচিত । দু’জনেই বিজ্ঞান বিভাগের ছাত্রী। ভবিষ্যতে তাঁরা ডাক্তার হতে চায়‌ । সেই লক্ষেই তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বলে খবর ।
advertisement
আরও পড়ুন : ফের উদ্বোধন করা হবে কামারকুণ্ডু রেল ওভারব্রিজ
এ অভাবনীয় সাফল‍্য নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শ‍্যামসুন্দর জানা জানান ‘‘এ বছর স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ২৬১ জন । তাঁদের মধ‍্যে ২ জন পঞ্চম হন ৷ তাঁরা হলেন সায়ন্তিকা ভুঁইয়া ও সানা দাস । দু’জনেই ৫০০-এর মধ‍্যে ৪৯৪ পেয়েছেন । দু’জনেই স্কুলের গর্ব । বাকিদের মধ্যে ২ জন ষষ্ঠ, ৩ জন সপ্তম, ১ জন নবম এবং ৩ জন দশম স্থান অধিকার করেছেন। স্কুলের এই অভাবনীয় ফলাফল নিয়ে খুশি স্কুলের শিক্ষক শিক্ষকা থেকে শুরু করে অভিভাবকরা ।
advertisement
( প্রতিবেদন : Nawab Ayatulla Mallick)
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB HS Result 2022: উচ্চমাধ্যমিকে কাকদ্বীপের নজরকাড়া সাফল্য! সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ১১ জন প্রথম ১০-এর মেধাতালিকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement