South 24 Parganas News : বারুইপুরে বৃষ্টির জমা জল পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে জনপ্রতিনিধি
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
বারুইপুরে বৃষ্টির জমা জল সমস্যার পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পৌর প্রতিনিধিরা, চলল রাজনৈতিক চাপানউতর।
বারুইপুর: নিম্নচাপের বৃষ্টি জেরে বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সপ্তর্ষি পল্লী জলমগ্ন হয়েছিল। বেশ কিছু বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল জল। এক হাঁটু জলের মধ্যে থেকেই এলাকাবাসীদের যাতায়াত করতে হয়েছে। রাজ্যে যেখানে ডেঙ্গির বাড়বাড়ন্ত সেখানেই বৃষ্টির জমা জলের সমস্যায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখনো সেখানে রাস্তাঘাটে রয়েছে জমা জল। যার জেরে এলাকায় বেড়েছে স্থানীয়দের ক্ষোভ।
মঙ্গলবার বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাসের কাছে স্মারক লিপি জমা দেয় চার নম্বর ওয়ার্ডের সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা। আর বুধবার সকালেই বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম দাসের নির্দেশে সপ্তর্ষি পল্লী পরিদর্শনে যান দুজন এমআইসি সুভাষ রায় চৌধুরী ও তাপস ভদ্র। পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন দুই এম আই সি ও চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি দুর্গাচরণ দাস।
advertisement
advertisement
এই সমস্যা সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে বলে তৃণমূলের দুই এমআইসি জানান। পাশাপাশি অভিযোগ আগের বারের বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিজেপির নির্বাচিত প্রীতম দাস, সেই সময় ঠিকঠাক কাজ না হওয়াতেই জমা জলের সমস্যায় পড়েছেন সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা।
advertisement
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন, বিজেপির প্রাক্তন কাউন্সিলর প্রীতম দাস তিনি জানান ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তার সময়কালে তাকে কোনরকম ভাবেই কাজ করতে দেওয়া হয়নি।এমনকি কোন সাহায্য করেনি বারুইপুর পৌরবোর্ড। জমা জলের সমস্যা নিয়ে রাজনৈতিক কচকচানি শুরু হলেও সপ্তর্ষি পল্লীর বাসিন্দারা চাইছেন জমা জলের সমস্যার স্থায়ী সমাধান করুক বারুইপুর পৌরসভা।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 9:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বারুইপুরে বৃষ্টির জমা জল পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে জনপ্রতিনিধি