Gangasagar Mela: গঙ্গাসাগরে শেষ মুহূর্তে ভিলেন ঘন কুয়াশা! ৮ ঘণ্টার উপর বন্ধ ভেসেল চলাচল
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ঘন কুয়াশায় হঠাৎ গঙ্গাসাগর মেলার স্বাভাবিক ছন্দ ঘেঁটে যাওয়ার জোগাড়! সংক্রান্তির শাহি স্নানের আগে মেলায় পৌঁছতে পারলেন না বহু তীর্থযাত্রী
গঙ্গাসাগর: এ যেন মহেন্দ্রক্ষণের আগে তাল কেটে যাওয়া। এবারের গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির আগেই রেকর্ড ভিড় হয়েছে। অতীতের সব নজির ভেঙ্গে গিয়েছে। কিন্তু মকর সংক্রান্তির পুণ্য স্নান শুরুর আগে শনিবার সকালেই তাল কাটল। সমস্ত প্রস্তুতি সত্বেও দীর্ঘ ৮ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ থাকল ভেসেল পরিষেবা। ফলে সংক্রান্তের শাহি পুণ্য স্নানের আগে যে সকল পুণ্যার্থীরি গঙ্গাসাগরে পৌঁছবেন ভেবেছিলেন তাঁদের অনেকেই এখনও জেঠি-ঘাটে নদী পারাপার হওয়ার জন্য অপেক্ষা করছেন। আর এই গোটা বিপত্তির ভিলেন হল শনিবার সকালের অস্বাভাবিক ঘন কুয়াশা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই শনিবার ঘন কুয়াশায় ঢেকে যায় গঙ্গাসাগর সহ আশেপাশের সমস্ত এলাকা। এই কুয়াশার জেরেই শুক্রবার রাত ৯ টার পর থেকে কাকদ্বীপের লট নম্বর-৮ থেকে ভেসেল পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় জেলা প্রশাসন। কারণ দৃশ্যমানতা একেবারে নেমে গিয়েছিল। এই পরিস্থিতিতে ভেসেল চালালে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যেত।
শনিবার সকালেও লট নম্বর-৮ ও কচুবেড়িয়ার মধ্যে ভেসেল পরিষেবা বন্ধ থাকে। যার ফলে বহু পুণ্যার্থী আটকে পড়েন লট নম্বর-৮ এ। অন্যদিকে এই কুয়াশার জন্যই সকাল থেকে নামখানা-বেনুবন পয়েন্টের লঞ্চ পরিষেবা ও বাস পরিষেবা পুরপুরি বন্ধ রাখা হয়। গঙ্গাসাগর মেলার মাঠেও প্রশাসনের পক্ষ বারবার মাইকিং করে কুয়াশা জনিত কারণ নিয়ে পুণ্যার্থীদের সতর্ক করে দেওয়া হয়।
advertisement
advertisement
এদিকে ঘন কুয়াশার জেরে সাগরের জোড়ামন্দিরে পূণ্যার্থীদের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। ডায়মন্ডহারবার রোডের যানচলাচলও ব্যাহত হয়। এই পরিস্থিতিতে শনিবার বিকেল থেকেই শুরু হয়ে যাচ্ছে সংক্রান্তির শাহি স্নান। চলবে রবিবার বিকেল পর্যন্ত। সকল পুণ্যার্থীরই লক্ষ্য থাকে শাহি স্নানের আগে গঙ্গাসাগরে পৌঁছে যাওয়া। কিন্তু ঘন কুয়াশার জেরে শুক্রবার রাত থেকেই সেই প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে কচুবেড়িয়া জেটি ঘাটে ক্রমশই ভিড় বাড়ছে তীর্থযাত্রীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে কচুবেড়িয়ায় পুন্যার্থীদের জড়ো হওয়ার উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরাও আর ধৈর্য ধরতে পারছেন না।
advertisement
তবে শেষ পর্যন্ত যাতে পুণ্যার্থীরা নিরাপদেই গঙ্গাসাগরে পৌঁছতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে। যদিও প্রাণের ঝুঁকি নিয়ে কোনও কিছুই করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela: গঙ্গাসাগরে শেষ মুহূর্তে ভিলেন ঘন কুয়াশা! ৮ ঘণ্টার উপর বন্ধ ভেসেল চলাচল