Panchayat Election 2023: তৃণমূলের গড়ে নৌকায় চড়ে মনোনয়ন পেশ শাসক প্রার্থীদের

Last Updated:

মঙ্গলবার কচুবেড়িয়া থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সুন্দরবন এলাকার তৃণমূল প্রার্থীরা।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আসন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা লাগোয়া পঞ্চায়েত থেকে প্রত্যন্ত সুন্দরবনের গ্রাম, বৈচিত্রের ভরপুর এই জেলার রাজনৈতিক পরিমণ্ডল। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে এখানে বিরোধীরা প্রায় কোনও প্রতিরোধ‌ই গড়ে তুলতে পারেনি। এমনিতেই তৃণমূলের গড় বলে পরিচিত এই জেলা। গতবার জেলার গ্রামপঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির বহু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল শাসক দল তৃণমূল। যদিও এবারে মনোনয়ন জমা দেওয়া শুরু হতেই প্রথমদিকে বিরোধীদের দাপট দেখা গিয়েছে। কিছুটা পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তারপর অবশ্য জোড়া ফুল শিবিরের মনোনয়ন জমা দেওয়ার পালে জোয়ার এসেছে। তবে এবার সুন্দরবন এলাকায় পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ারকে কেন্দ্র করে এক অভিনব দৃশ্য দেখা গেল। নৌকায় করে দল বেঁধে নদীর বুক চিরে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে এলেন শাসকদলের প্রার্থীরা।
মঙ্গলবার কচুবেড়িয়া থেকে নৌকায় করে কাকদ্বীপ এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সুন্দরবন এলাকার তৃণমূল প্রার্থীরা। দিপালী ধারা বেড়া, অনিতা মাইতি, সন্দীপ কুমার পাত্রদের দেখা যায় কর্মী-সমর্থকদের নিয়ে নৌকায় চড়ে আসছেন।
advertisement
এর পাশাপাশি সুন্দরবন এলাকার শাসক শিবিরে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আরও একটি ভিন্ন ছবি ধরা পড়েছে। তৃণমূলের প্রার্থীদের জয় কামনা করে নিজের দলীয় কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
advertisement
মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনায় পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন তৃণমূল প্রার্থীরা। এরমধ্যে কাকদ্বীপ, বজবজের মতো বেশ কিছু জায়গায় বিরোধীদের সঙ্গে শাসকদলের সংঘর্ষের খবর এসেছে। বজবজে তো ইতিমধ্যেই আবীর পর্যন্ত খেলে ফেলেছেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মনোনয়ন জমা ঘিরে যাতে কোন‌ও অশান্তির ঘটনা না ঘটে তাই প্রতিটি বিডিও, এসডিও অফিসের এক কিলোমিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: তৃণমূলের গড়ে নৌকায় চড়ে মনোনয়ন পেশ শাসক প্রার্থীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement