South 24 Parganas News : শহরে বন্ধ টোটো চলাচল! যানজট রুখতে বারুইপুরে কড়া প্রশাসন
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বারুইপুর যোগী বটতলা থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত বারুইপুর শহরের বড় রাস্তায় টোটো যদি রাস্তায় চলে প্রশাসন তাহলে কঠোর ব্যবস্থা নেবে।
বারুইপুর: বারুইপুর শহরের রাস্তা যানজট বহুদিনের সমস্যা ছিল। সেই সমস্যা সমাধান করতে এগিয়ে এল বারুইপুর পুলিশ জেলার প্রশাসনের পক্ষ থেকে। বারুইপুরের এসডিপিও অতীত বিশ্বাস ও ট্রাফিক ডিএসপি সৌম্য শান্ত পাহাড়ি, ট্রাফিক আধিকারিকরা, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়ের নেতৃত্বে একটি মাইকিং প্রচার করা হয় বারুইপুর শহর রাস্তার এলাকায়।
এসডিপিও অতীশ বিশ্বাস সাংবাদিকদের বলেন বারুইপুর জেলা পুলিশের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষকে সুস্থ পরিষেবা ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খভাবে পরিষেবা দেওয়া হবে। বারুইপুর শহরের রাস্তা অনেক সরু হয়ে যাচ্ছে।
advertisement
এতে মানুষের চলাচল প্রচুর সমস্যা হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে বারুইপুর যোগী বটতলা থেকে বারুইপুর ফুলতলা পর্যন্ত বারুইপূর শহরের বড় রাস্তায় টোটো যদি রাস্তায় চলে প্রশাসন তাহলে কঠোর ব্যবস্থা নেবে।
advertisement
টোটো ড্রাইভারদের বলা হয়েছে পাড়ার মধ্যে দিয়ে যেসব রাস্তা আছে সেই সব রাস্তা দিয়ে চলাচল করতে হবে। এতে করে বারুইপুরবাসী অনেকটা সুবিধা হবে বলে মনে করছে প্রশাসনের পক্ষ থেকে। বিশেষ করে রেলগেটে কাছারি বাজার পুরাতন বাজারে টোটোর জন্য খুবই রাস্তা যানজটের সৃষ্টি হয়।
এই নির্দেশের ফলে বারুইপুরে বড় বড় উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা ভালভাবে যাতায়াত করতে সুবিধা হবে বলে মনে হচ্ছে। অটো চালকদের উদ্দেশ্যেবলেন যেখানে সেখানে কোথাও অটো দাঁড় করবে না। রেলগেট থেকে বারুইপুর স্টেশন পর্যন্ত অটোর জন্য ট্রেন যাত্রীরা যাতায়াত করতে খুবই অসুবিধা হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের ও। আস্তে আস্তে সব দিকেই টোটো মুক্ত করা হবে এমনটাই জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 30, 2023 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শহরে বন্ধ টোটো চলাচল! যানজট রুখতে বারুইপুরে কড়া প্রশাসন









