Protect River Embankment: বাঁধ রক্ষায় শঙ্খধ্বনি, দেখুন কি হল দুই জেলায়
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
বাঁধ রক্ষায় বাঁধের উপর দাঁড়িয়ে করা হল শঙ্খধ্বনি। অভিনব এই দৃশ্যের স্বাক্ষী থাকল দক্ষিণ থেকে উত্তর দুই ২৪ পরগনার নদী তীরবর্তী এলাকা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: বাঁধ রক্ষায় বাঁধের উপর দাঁড়িয়ে করা হল শঙ্খধ্বনি। অভিনব এই দৃশ্যের সাক্ষী থাকল দক্ষিণ থেকে উত্তর দুই ২৪ পরগনার নদী তীরবর্তী এলাকার মানুষজন।রবিবার সুন্দরবন নদীবাঁধ জীবন-জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে শুখা মরসুমে স্থায়ী সুউচ্চ বাঁধ নির্মাণের দাবিতে, ইছামতী থেকে সাগর উপকূল বাঁধে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।
এই কর্মসূচিতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯ টি ব্লকের সর্বত্র বিক্ষোভ দেখানো হয়। দুই জেলার কমিটির পক্ষ থেকে অজয় বাইন ও অশোক শাসমল যুগ্ম ভাবে জানানো হয়, ” আমরা ত্রাণ চাইনা, বাঁধ চাই”।এই বিক্ষোভে উপকূলবর্তী এলাকায় বাজার ব্যাবসায়ী সমিতি, ক্লাব,শিক্ষাঙ্গন পুজা কমিটি, মসজিদ কমিটি সহ একাধিক সংগঠনের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
কর্মসূচি চলাকালীন মহিলারা শঙ্খধ্বনির মাধ্যমে, স্থায়ী সুউচ্চ বাঁধ নির্মাণের অর্থ বরাদ্দের জন্য দাবি জানায়। আন্দোলনকারীদের আরও দাবি, বর্ষাকালে বাঁধ নির্মাণ নয়, শুখা মরসুমে বাঁধ মেরামত করতে হবে। নদী বাঁধের পাশাপাশি জীবন জীবিকা ও সুন্দরবনের পরিবেশ নিয়েও প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 10:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Protect River Embankment: বাঁধ রক্ষায় শঙ্খধ্বনি, দেখুন কি হল দুই জেলায়