South 24 Parganas News: সুন্দরবনের স্কুলে অভিনব পুজোর উপহার, কী দিল দেখুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
দুর্গাপুজোর উপহার পেতে সকলের ভালো লাগে। আর তাই স্কুলের ছোট ছোট পড়ুয়াদের এই বিশেষ উপহার দেওয়া হল
দক্ষিণ ২৪ পরগনা: পুজো মানেই উপহার দেওয়া আর নেওয়ার পালা। দুর্গাপুজো প্রায় চলেই এল, হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি। আর পুজো মানেই নতুন নতুন জামা কাপড় কেনা, কাছের মানুষদের নানা রকমের উপহার দেওয়া। উপহার পেতে তো সবাই ভালবাসে। তবে উপহার যে সব সময় বহুমূল্যের হতে হবে তার কোনও মানে নেই। উপহার দেওয়ার মধ্যে আন্তরিকতা এবং আবেগ জড়িয়ে থাকে।
সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম দেউলবাড়ি। সেই গ্রামে এক পাঠশালা আছে, যার নাম স্বামীজীর শিশু পাঠশালা। সেখানে সুন্দরবনের প্রায় ১০০ জনেরও বেশি শিশু পড়াশোনা করে। বেশিরভাগ শিশুর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। কিন্তু তা বলে তারা পুজোর উপহার থেকে বঞ্চিত হবে কেন। তাই তাদের এ বছর দুর্গাপুজোতে পাঠশালার তরফ থেকে উপহার হিসাবে একটি করে নতুন স্কুলব্যাগ দেওয়া হল।
advertisement
advertisement
শিশুরা স্কুলে আসার সময় বই-খাতা ব্যাগে করে নিয়ে আসে। ফলে স্কুল ব্যাগ উপহার দেওয়ায় তারা যেমন সব সময় ব্যবহার করার সুযোগ পাবে তেমনই তাদের মন ভালো হয়ে যাবে এখন। এই উপহার পেয়ে খুশি হয় শিশুরা।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনের স্কুলে অভিনব পুজোর উপহার, কী দিল দেখুন