Durga Puja Feature 2023: রেডিও প্রেমই বাঁচিয়ে রেখেছে এই ব্যক্তিকে! রেডিও-কাণ্ড জানলে অবাক হবেন
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
সকলে যখন স্মার্টফোনে বুঁদ, সেই সময় ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে চলেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন মাহাত। তাঁর বিনোদনের প্রধান মাধ্যম হল রেডিও শোনা
পুরুলিয়া: প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সমস্ত কিছুর। আর এখন তো সবকিছুই যে মুঠোফোনে বন্দি। স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে এককালের বিনোদনের অন্যতম মাধ্যম রেডিও। বর্তমানে কারোর বাড়িতে সচল রেডিও থাকলে এবং তা নিয়মিত চললে সেটাই বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ এমন অবস্থায় চরম ব্যতিক্রমী নজির হয়ে অবস্থান করছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধুসূদন মাহাত। রেডিও শুনেই তাঁর অবসর সময় কাটে।
একটা সময় মহালয়ার দিন ভোরে ঘরে ঘরে রেডিওতে বাজত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনী। আজ সে সব অতীত। শহরে গ্রামে উঠে যাচ্ছে একের পর এক রেডিওর দোকান। তবে কিছু মানুষ আজও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার অভ্যাসটা ধরে রেখেছেন। আর সেই কারণেই এই সময় রেডিও সারানোর তাগিদ লক্ষ্য করা যায় অনেকের মধ্যে। কিন্তু আড়শার তুম্বা ঝালদা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত হাইস্কুলের শিক্ষক মধুসূদন মাহাত এই বিষয়ে সবার থেকে ব্যতিক্রম। প্রতিদিন সকাল থেকে সন্ধে তাঁর সময় কাটে রেডিও শুনে।
advertisement
advertisement
এই যুগের ডিজিটাল প্রযুক্তি থামাতে পারেননি তাঁর রেডিও শোনার নেশা। শুধুমাত্র মহালয়ার দিন নয়, নিয়ম করে প্রতিদিনই তিনি শোনেন রেডিও। ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত রেডিওকে কখনও হাতছাড়া করেননি। এই বিষয়ে মধুসূদন মাহাত বলেন, বাবা-কাকাদের রেডিও শুনতে দেখে তাঁরও রেডিওর প্রতি টান তৈরি হয়। সেই অভ্যাস আজও সমানতালে বজায় আছে।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 14, 2023 6:37 PM IST









