South 24 Parganas: অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেফতার ৩ দুষ্কৃতী! বারুইপুরে চাঞ্চল্য

Last Updated:

গ্রেফতার তিনি কুখ্যাত ছিনতাইবাজ, উদ্ধার অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

বারুইপুর: অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেফতার ৩ দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সোমবার রাতে গোপন সূত্রে খবর আসে বেগমপুর কাঁটাখাল বিশালক্ষী তলা এলাকায় বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছে। খবর পেয়ে বারুইপুর থানার আইসি সৌম্যজিত রায়ের নেতৃত্বে এসআই রনি সরকার এবং তার স্পেশাল অপারেশন টিম বারুইপুর কাঁটাখাল বিশালক্ষী তলা এলাকা থেকে ৩ কুখ্যাত ছিনতাইবাজকে গ্রেফতার করে।
অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। ধৃতদের নাম রবি চ্যাটার্জি, শ্রীদাম নস্কর ও জাহাঙ্গীর লস্কর বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান সাটার বন্দুক। এছাড়াও সাতটি ৭.৬ বোরের তাজা কার্তুজ ও দুটি.৭ এমএম তাজা কার্তুজ। এছাড়াও উদ্ধার রয়েছে একটি ভজালী ও একটি চপার।
advertisement
advertisement
ধৃতদেরকে জেরা করে জানা যায়,  গত ২৭ জুলাই বারুইপুর বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসির উদ্দিনের কাছ থেকে ছিনতাই হওয়া ষাট হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও এসডিপিও অতীশ বিশ্বাস ।
অর্পণ মণ্ডল
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: অত্যাধুনিক অস্ত্রসহ গ্রেফতার ৩ দুষ্কৃতী! বারুইপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement