South 24 Parganas News: বাসন্তি থেকে কলকাতায়, জাতীয় পতাকার অবমাননা রুখতে সাইকেল যাত্রায় ৩ পড়ুয়া

Last Updated:

South 24 Parganas News: স্বাধীনতা দিবসের পরে রাস্তা ঘাটে, নর্দমা বা আবর্জনার স্তূপে অনেক জায়গাতেই ছোট ছোট কাগজের তৈরি পতাকা পড়ে থাকতে দেখা গিয়েছে। অযত্নে পড়ে থাকা সেই পতাকাগুলিকে উদ্ধার করে সযত্নে প্রশাসনের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে বাসন্তীর তিন কলেজ পড়ুয়া।

+
 জাতীয়

 জাতীয় পতাকার অবমাননা রুখতে সাইকেল যাত্রা 

বাসন্তী: জাতীয় পতাকার অবমাননা রুখতে বাসন্তি থেকে কলকাতা সাইকেল যাত্রায় তিন বন্ধু। স্বাধীনতা দিবসের ৭৬ বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠান চলছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর ডাকে ‘হর ঘর তিরাঙ্গা’ কর্মসূচিতেও উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই। বাড়ি থেকে ক্লাব প্রাঙ্গনে বিশেষ দিনে সম্মানের সঙ্গে জাতীয় পতাকায় সাজালেও তার পরে সবাই ভুলে ‌যায় দেশমাতৃকার প্রতীক স্বরূপ এই পতাকাকে।
প্রতি বছরই স্বাধীনতা দিবসের পরে রাস্তা ঘাটে, নর্দমা বা আবর্জনার স্তূপে অনেক জায়গাতেই ছোট ছোট কাগজের তৈরি পতাকা পড়ে থাকতে দেখা গিয়েছে। অযত্নে পড়ে থাকা সেই পতাকাগুলিকে উদ্ধার করে সযত্নে প্রশাসনের হাতে তুলে দিতে উদ্যোগী হয়েছে বাসন্তীর তিন কলেজ পড়ুয়া।সুন্দরবনের প্রত্যন্ত বাসন্তীর উত্তর ভাঙনখালি গ্রামের বাসিন্দা সুকান্ত কলেজের ছাত্র সুজাউদ্দিন লস্কর এই পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা।
advertisement
advertisement
একাজে সুজাউদ্দিনকে সঙ্গ দিয়েছে তাঁর দুই বন্ধু সোনারপুর মহাবিদ্যালিয়ের নাসিরুল মোল্লা ও গোসাবার হাজি দেশারথ কলেজের জামাল সর্দার। স্বাধীনতা দিবসের পর থেকেই বাসন্তী থেকে সাইকেলে চেপে এই কাজ শুরু করেছেন তাঁরা বেশ কয়েক দিন ধরে চলবে। বাসন্তী থেকে কলকাতার রাস্তা পর্যন্ত তাঁরা সাইকেলে অতিক্রম করেছেন। যাত্রাপথে রাস্তার আনাচে কানাচে পড়ে থাকা জাতীয় পতাকাগুলিকে তুলে নেন তাঁরা। স্থানীয় মানুষকে পতাকার মর্যাদা রক্ষার বিষয়ে সচেতনও করেন সুজাউদ্দিনেরা। পথচলতি অনেকে তাঁদের সঙ্গে কাজে হাত লাগান। গত বছর ক্যানিং মহকুমা জুড়ে তাঁরা এই কাজ চালিয়েছিলেন তাঁরা। এদিন তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেন ক্যানিংয়ের প্রশাসনিক আধিকারিকরা। ক্যানিং বাসস্ট্যান্ড এলাকায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, বিডিও ক্যানিং ১ শুভঙ্কর দাস তাঁদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাসন্তি থেকে কলকাতায়, জাতীয় পতাকার অবমাননা রুখতে সাইকেল যাত্রায় ৩ পড়ুয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement