South 24 Parganas News: দুঃসাহসিক ডাকাতি, মহিলাকে অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Last Updated:
দুঃসাহসিক ডাকাতি, মহিলাকে অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রী নারায়ন পুর, পূর্ণচন্দ্র পুর এলাকার মেহেরপুর এলাকার ঘটনা।
পাথরপ্রতিমা: দুঃসাহসিক ডাকাতি, মহিলাকে অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পাথরপ্রতিমা ব্লকের শ্রী নারায়ন পুর, পূর্ণচন্দ্র পুর এলাকার মেহেরপুর এলাকার ঘটনা। উল্লেখ্য অনুপ তাঁতি নামে এক ব্যক্তি কলকাতায় গাড়ি চালান, ঘরে থাকেন স্ত্রী পার্বতী রাজ এবং মা। মেয়ের শরীর খারাপ খবর পেয়ে অনুপের মা চলে যায়, বাড়িতে একা ছিলেনস্ত্রী পার্বতী রাজ।
গত কয়েকদিন হলো সরকারি টাকায় ঘর তৈরির কাজ শেষ হয়েছে। এখনো পর্যন্ত ছাদের চিলেকোঠার দরজা বসানো সম্ভব হয়নি। ঐদিন রাত্রিতে স্ত্রী যখন একা ঘরের মধ্যে শুয়ে ছিলেন আনুমানিক রাত্রি আটটা নাগাদ চিলেকোঠা দিয়ে এক যুবক ঘরের মধ্যে আসে। মহিলা তখন জেগেই আছেন। যুবককে দেখে মহিলা চিৎকার করলে ওই যুবক হাতে থাকা ভেজালি নিয়ে মশারির উপর দিয়ে মহিলাকে কোপাতে থাকে এবং মহিলার কাছে বাইরের গেটের চাবি চায়, কিন্তু চাবি না দিয়ে ওই মহিলা রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকেন, মহিলা চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে পড়ে বেগতিক বুঝে ওই যুবক সেখান থেকে চম্পট দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন : South 24 Parganas News : 'বাবা মা ভালবাসে না', 'গরিব বলে পেন্সিল বক্স কিনতে পারেনি বাবা'...পড়ুয়াদের মনের কথা পড়ে হতবাক শিক্ষকরা
এলাকার লোকজন বাড়িতে ঢুকে রক্তাক্ত অবস্থায় মহিলাকে স্থানীয় ডাক্তারের চেম্বারে নিয়ে যান,খবর দেওয়া হয় ঢোলাহাট থানায় সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে এসে ওই মহিলাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে ওই মহিলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।তদন্ত শুরু করেছেন ঢোলাহাট থানার পুলিশ।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 7:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুঃসাহসিক ডাকাতি, মহিলাকে অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি