South 24 Parganas News: ভেন্টিলেশনে অন্তঃসত্ত্বা, ৮ ঘণ্টা ফেরেনি জ্ঞান, সুস্থ সন্তানের জন্ম গৃহবধূর,ক্যানিং মহকুমা হাসপাতালে সাফল্য

Last Updated:

South 24 Parganas News:  সহযোগিতায় সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে একটি সুস্থ শিশুর প্রসব হয়। রোগীকে ভেন্টিলেশনে রেখে প্রসব করানোর ক্ষেত্রে বিপদ প্রচুর বলে জানান চিকিৎসকরা।এই ধরনের রোগীদের ক্ষেত্রে দশজনের মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। 

ক্যানিং হাসপাতাল
ক্যানিং হাসপাতাল
ক্যানিং: গত শনিবার অন্তঃসত্ত্বা বছর উনিশের এক গৃহবধূর আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান অবস্থাতেই বারে বারে খিঁচুনি আসতে থাকে তাঁর। পরিবারের সদস্যরা সামাল দিতে না পেরে হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখেন তাঁকে। সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালির বাসিন্দা সন্তান সম্ভবা ওই গৃহবধূ আঞ্জুয়ারা মোল্লাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে বলে গ্রামের মধ্যে খবর রটতে শুরুও করে। অনেকেই আঞ্জুয়ারাকে ওঝা, গুণিনের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাঁর মা সুফিয়া মোল্লা ও স্বামী রাকিবুল লস্কর সেসব কথায় কান না দিয়ে দ্রুত তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আসতেই চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন আঞ্জুয়ারার।
হাসপাতালে যখন নিয়ে আসা হয় আঞ্জুয়ারাকে তখনও কোনও জ্ঞান ছিল না তাঁর। এদিকে বারে বারে খিঁচুনি আসছিল। এই পরিস্থিতিতে তাঁর গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে বলেই মনে করছিলেন চিকিৎসকরা। দ্রুত তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। শরীরে দ্রুত অক্সিজেনের মাত্রা কমতে থাকায় রাখা হয় ভেন্টিলেশনে। কোনওভাবেই রোগী শ্বাসপ্রশ্বাস নেওয়ার মত অবস্থায় ছিলেন না বলেই জানান চিকিৎসকরা।
advertisement
advertisement
সেই সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা মিলে আলোচনা করে রোগী স্থিতিশীল হলে তবেই সিজারের মাধ্যমে প্রসব করানো হবে। কিন্তু পরবর্তী ৮ ঘণ্টা কোনওরকম জ্ঞান ফেরেনি রোগীর। ধীরে ধীরে রোগীর অবস্থা সঙ্কটজনক হচ্ছিল। তাই ওই অবস্থাতেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকলের সহযোগিতায় সফল অস্ত্রপ্রচারের মাধ্যমে একটি সুস্থ শিশুর প্রসব হয়। রোগীকে ভেন্টিলেশনে রেখে প্রসব করানোর ক্ষেত্রে বিপদ প্রচুর বলে জানান চিকিৎসকরা।
advertisement
এই ধরনের রোগীদের ক্ষেত্রে দশজনের মধ্যে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। গর্ভস্থ সন্তানদের মধ্যেও অর্ধেক ক্ষেত্রেই মৃত্যু হয় শিশুর। এক্ষেত্রেও বিপদের ঝুঁকি মাথায় নিয়েই অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। শুক্রবার সন্তানকে নিজের কোলে নিয়ে আদরও করেছেন আঞ্জুইয়ারা। চিকিৎসকরা জানিয়েছেন আঞ্জুয়ারা নিজেই এখন সন্তানের যাবতীয় খেয়াল রাখতে পারবেন। সরকারি হাসপাতালের চিকিৎসকদের এই তৎপরতায় যথেষ্ট খুশি রোগী ও রোগীর পরিবার পরিজনরা।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ভেন্টিলেশনে অন্তঃসত্ত্বা, ৮ ঘণ্টা ফেরেনি জ্ঞান, সুস্থ সন্তানের জন্ম গৃহবধূর,ক্যানিং মহকুমা হাসপাতালে সাফল্য
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement