South 24 Parganas News: বারুইপুরের ঐতিহ্যময় স্থান ঘুরে দেখলেন থাইল্যাণ্ড ও বাংলাদেশের প্রতিনিধিরা

Last Updated:

সেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সম্রাট চৌধুরী বলেন, "রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। হেরিটেজ পর্যটনের প্রসারের উদ্দ্যেশ্যেই আমাদের এই পরিকল্পনা।''

বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রতিনিধিরা
#বারুইপুর: বারুইপুর ও সোনারপুরের প্রাচীন ইতিহ্যময় স্থান পরিদর্শন করলেন থাইল্যান্ড ও বাংলাদেশের প্রতিনিধিরা। ছিলেন থাইল্যান্ডের কনসাল জেনারেল ও তাঁর স্ত্রী এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের শিক্ষা ও ক্রীড়া কাউন্সিলর রিজাউল ইসলাম।
এক স্বেচ্ছাসেবী সংস্থার (বাউল) উদ্যোগে বারুইপুরের জমিদার রায়চৌধুরী পরিবারের রাজবল্লভ ভবন, মা আনন্দময়ীর মন্দির, রবীন্দ্রভবন সংলগ্ন রায়চৌধুরীদের বড়কুঠি, মহাপ্রভুতলা পরিদর্শন করেন প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে ছিলেন ওই সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, রায়চৌধুরী পরিবারের সদস্যরা, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এবং অমিয় কৃষ্ণ রায়চৌধুরী। পরিবারের সদস্যরা প্রতিনিধিদের কাছে এই সব প্রাচীন ঐতিহ্যময় স্থানের ইতিহাস তুলে ধরেন।
advertisement
advertisement
প্রতিনিধিরা নিজেদের মোবাইলে সেই সব স্থানের ছবি তুলে নেন। বারুইপুরে সুন্দরবন আঞ্চলিক সংগ্রহশালাতেও যান তাঁরা। বারুইপুর পরিদর্শন করে সোনারপুরের কোদালিয়ায় নেতাজীর পৈতৃক ভিটেও দেখতে যান প্রতিনিধিরা। ছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডঃ পল্লব দাস, পুরপিতা নজরুল আলি মণ্ডল।
advertisement
এই প্রসঙ্গে সেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সম্রাট চৌধুরী বলেন, "রাজ্যের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। হেরিটেজ পর্যটনের প্রসারের উদ্দ্যেশ্যেই আমাদের এই পরিকল্পনা। মোট ১৯টি জায়গা আমরা খুঁজে পেয়েছি। পরে সার্কিট বানিয়ে হেরিটেজ ওয়ার্কের মাধ্যমে আমরা তুলে ধরব।"
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুরের ঐতিহ্যময় স্থান ঘুরে দেখলেন থাইল্যাণ্ড ও বাংলাদেশের প্রতিনিধিরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement